শুভব্রত মুখার্জি: ৬ জুন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে ভারতীয় সিনিয়র ফুটবল দল। ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ার এই ম্যাচে তারা মুখোমুখি হবে কুয়েতের। পাশাপাশি এই ম্যাচ আবার ২০২৭ এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার হিসেবে ও গন্য হচ্ছে। আর এই ম্যাচটি বিভিন্ন দিক থেকে ভারতীয় দলের জন্য স্পেশাল। ম্যাচে নামার অনেকদিন আগেই এই ম্যাচ যে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে তা জানিয়েছিলেন সুনীল ছেত্রী।
আরও পড়ুন… Norway Chess tournament: রমেশবাবু প্রজ্ঞানন্দের বড় সাফল্য! হারালেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে
এই ম্যাচ জিতলে এএফসি এশিয়ান কাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে ভারত। পাশাপাশি এই ম্যাচ জিতলে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারত তৃতীয় রাউন্ডে গিয়ে ইতিহাস রচনা করবে। ফলে সুনীল ছেত্রীর এই অবসরকালীন ম্যাচকে স্মরণীয় করে রাখতে মুখিয়ে রয়েছেন তাঁর জাতীয় দলের সতীর্থরা। এমন আবহেই জাতীয় দলে সুনীলের সতীর্থ তথা মোহনবাগান সুপার জায়ান্টসের অধিনায়ক শুভাশিস বোস জানিয়েছেন এই ম্যাচটি জিতে তারা সুনীলকে উপহার দিতে চান।
সোমবার যুবভারতীতে অনুশীলন করে ভারতীয় দল। ৩০ মে অর্থাৎ শুক্রবার কলকাতাতে এসে পৌঁছেছে দল। ভুবনেশ্বরে দীর্ঘদিন ক্যাম্প করেছেন ইগর স্টিম্যাচের ছেলেরা তারপরেই তারা এসে পৌঁছেছেন কলকাতাতে। এবার কলকাতার পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ও ঘাম ঝরাচ্ছেন সুনীলরা। এদিন অনুশীলনের পরপরেই সুনীল ভাইয়ের শেষ ম্যাচ নিয়ে তাঁর চিন্তাভাবনার কথা জানিয়েছেন শুভাশিস বোস। তাঁর মতে কুয়েত শক্তিশালী দল। তবে ভারতের কাছে ও রসদ রয়েছে কুয়েতকে আটকানোর। পাশাপাশি এই ম্যাচটা তারা জিতে সুনীল ছেত্রীকে তাঁর বিদায়বেলায় উপহার হিসেবে ও দিতে চান বলে জানিয়েছেন আইএসএল শিল্ডজয়ী অধিনায়ক শুভাশিস বোস।
আরও পড়ুন… T20 WC 2024-এ এমন পিচ! এটা মেনে নেওয়া যায় না- নিউইয়র্কের বাইশ গজ দেখে ICC-র উপর চটলেন মনোজ তিওয়ারি
রে স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই ম্যাচটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমরা সবাই সেটা জানি। এই ম্যাচ জিতলে আমরা ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে চলে যাব। যা এক নতুন ইতিহাস হবে আমাদের ফুটবলে। পাশাপাশি এই ম্যাচটা সুনীল ভাইয়ের শেষ ম্যাচ। আর এটা সমস্ত ফুটবলারদের মোটিভেট করছে ভালো কিছু করতে। আমরা সবাই মুখিয়ে রয়েছি এই ম্যাচটা জিতে সুনীল ভাইকে বিদায়বেলায় উপহার দিতে। পাশাপাশি আমরা দীর্ঘদিন ভুবনেশ্বরে ক্যাম্প করেছি। কলকাতাতে ও আমরা অনুশীলন করছি।আমাদের প্রস্তুতিতে কোন খামতি নেই।আশা রাখছি এই ম্যাচটা জিতে সুনীল ভাইকে আমরা দুর্দান্ত একটা বিদায়ী উপহার দিতে পারব।’ প্রসঙ্গত ভারত এই মুহূর্তে তাদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। চার ম্যাচ খেলে তাদের সংগ্রহ চার।প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল পরের রাউন্ডে যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।