বাংলা নিউজ > ময়দান > শিশির ফ্যাক্টর- 2023 ODI WC-এর ম্যাচ সকাল সাড়ে ১১টা থেকে শুরুর দাবি অশ্বিনের

শিশির ফ্যাক্টর- 2023 ODI WC-এর ম্যাচ সকাল সাড়ে ১১টা থেকে শুরুর দাবি অশ্বিনের

রবিচন্দ্রন অশ্বিন।

মোটামুটি ভাবে দিন-রাতের ৫০-ওভারের ম্যাচগুলি সাধারণত দেড়টায় শুরু হয়ে থাকে। অশ্বিনের মতে, চিরাচরিত সময়ের ঘণ্টা দুয়েক আগেই শুরু করা হোক ওডিআই বিশ্বকাপের ম্য়াচগুলি। এর পিছনে অবশ্য গুরুতর কারণ তুলে ধরেছেন অশ্বিন।

ভারতের তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন চান, ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ম্যাচগুলি, যা ভারতে অক্টোবর এবং নভেম্বরে অনুষ্ঠিত হবে, সেগুলি সকাল সাড়ে ১১টা থেকে শুরু হোক। মোটামুটি ভাবে দিন-রাতের ৫০-ওভারের ম্যাচগুলি সাধারণত দেড়টায় শুরু হয়ে থাকে। অশ্বিনের মতে, চিরাচরিত সময়ের ঘণ্টা দুয়েক আগেই শুরু করা হোক ওডিআই বিশ্বকাপের ম্য়াচগুলি। এর পিছনে অবশ্য গুরুতর কারণ তুলে ধরেছেন অশ্বিন।

এর ব্যাখ্যা দিতে গিয়ে অশ্বিন গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম ওডিআইয়ের উদাহরণ টেনে এনেছেন। যেখানে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ৩৭৩ রানের বড় স্কোর করেও শেষ পর্যন্ত ৬৭ রানে জয় পায়। অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলের ভিডিয়োতে বলেছেন, ‘ভারত একটি ধীর উইকেটে দুর্দান্ত ব্যাটিং করেছিল এবং বড় রানের স্কোর করেছিল। কিন্তু তার পরেও ভারতকে কঠিন লড়াই করতে হয়েছে (শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে)।’

আরও পড়ুন: ভিডিয়ো- ধোনির মতো হেলিকপ্টার শটে ৯৭ মিটারের লম্বা ছক্কা, ৮টি ছয় মেরে নজির কোহলির

তিনি আরও যোগ করেছেন, ‘দলের মধ্যে মানের পার্থক্য থাকছে না- টসে হেরে গেলে শিশির সেই ব্যবধান কমাচ্ছে। ওয়ানডে বিশ্বকাপের জন্য আমার পরামর্শ বা বরং আমার মতামত বলা ভালো, আমরা কোন মাঠে এবং কোন সময়ে খেলছি সেটা দেখা। কেন বিশ্বকাপের ম্যাচ আমরা সকাল সাড়ে ১১টায় শুরু করবে না?’

যদিও সকাল সাড়ে ১১টায় খেলা শুরু হলে, সম্প্রচারকারীদের জন্য আদর্শ নাও হতে পারে। তবে অশ্বিন বিশ্বাস করেন যে, ভক্তরা সময় নির্বিশেষে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য প্রস্তুত থাকবে। তাঁর দাবি, ‘আইসিসি খুব ভালো করেই জানে যে, সে সময়ে শিশির থাকবে। তাই ম্যাচটি এগিয়ে নিয়ে আসাই যায়। আর যদি আমরা সাড়ে এগারোটাতে শুরু করি, শিশির একেবারেই থাকবে না। সব ক্রিকেট ভক্তরা বিশ্বকাপকে প্রাধান্য দেবে এবং সকাল সাড়ে ১১টা থেকে বিশ্বকাপের ম্যাচ দেখবে।’

আরও পড়ুন: ১০৬ বলে ১৫০ করে নয়া নজির কোহলির, গুঁড়িয়ে দিলেন অজি তারকার রেকর্ড

প্রসঙ্গত অশ্বিন ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চার ম্যাচের টেস্ট সিরিজে দলে রয়েছেন। তাঁর আরও দাবি, ওডিআই বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের মতো দলগুলি ভারতে অনুষ্ঠিত দিন-রাতের ওডিআই-এ শিশিরকে ফলাফলের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছে।

অশ্বিন বলেছেন, ‘ইসিবি সম্প্রতি বিশ্লেষক পদের জন্য আবেদন পাঠাতে বলেছিল। আমি কিছু বিশ্লেষকের মাধ্যমে এটি জানতে পেরেছি, তাই আমি এটি বলছি। কারণ অনেক ভারতীয় বংশোদ্ভূত বিশ্লেষক যুক্তরাজ্যে কাজ করছেন, তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সাদা বলের ক্রিকেটের ক্ষেত্রে ভারতীয় কন্ডিশনে শিশির কত বড় ফ্যাক্টর?’

তিনি আরও যোগ করেছেন, ‘বিশ্ব ক্রিকেটের প্রত্যেকেই ভারতীয় পরিস্থিতিতে শিশির ফ্যাক্টরকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। আমি বিশ্বাস করি, আমাদের খেলাকে সেই অনুযায়ী পরিবর্তন করা উচিত।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.