শুভব্রত মুখার্জি: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে বাজে ভাবে হারতে হয়েছে অস্ট্রেলিয়া দলকে। ভারতীয় স্পিন ত্রয়ীকে খেলতে হিমশিম খেতে হয়েছে তাদের। ১৩২ রানের বিরাট ব্যবধানে হেরে গিয়ে চার ম্যাচের সিরিজে ১-০ ফলে পিছিয়ে পড়েছে অজিরা। ঘরে, বাইরে তাদের প্রবল সমালোচনার মুখে পড়তে হচ্ছে। আর এমন আবহে অজিদের কড়া বার্তা দিয়েছেন প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী। স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেনদের প্রতি তাঁর বার্তা আইপিএল-এর বন্ধুদের ভুলে যেতে হবে। আয়নায় নিজেদেরকে দেখতে হবে। তবেই সিরিজে ভালো পারফরম্যান্স করতে পারবে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন… উইকেটের সামনে স্মিথ, পিছনে ল্যাবুশেন! এ কেমন অনুশীলন? রহস্য থেকে পর্দা তুললেন অজি ব্যাটার
সিডনি মর্নিং হেরাল্ডের হয়ে লেখা এক কলামে রবি শাস্ত্রী লিখেছেন, ‘আমি অস্ট্রেলিয়া দলের জন্য কঠিন একটি বার্তা দিয়ে শুরু করতে চাই। তা হল ইংরেজদের মতন আচরণ তোমরা অ্যাসেজের জন্য বাঁচিয়ে রাখ। ভারতে যেটা তোমাদের দরকার সেটা হল পুরনো অজি মেজাজ। তবেই ভারতে কামব্যাক সম্ভব। নাগপুরের হার থেকে ফিরে আসা সম্ভব। দিল্লিতে আমি ওদের আগের মতন আক্রমণাত্মক খেলা দেখতে চাই। নিজেদের ক্ষমতাকে ব্যাক করতে হবে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। আমি এই জিনিসটার অভাব ওদের মধ্যে দেখেছি। যা দেখে খুব অবাক হয়েছি। দ্বিতীয় ইনিংসে সেই কারণেই মাত্র ৯১ রানে অলআউট হয়ে গেছে ওরা। তুমি যদি হেরেও যাও তবু লড়াই করে হারবে। তবে এই ভাবে ভিরুর মতন হার নয়। নাগপুরে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ওরা তো আত্মসমর্পণ করেছিল। দিল্লিতে প্রথম থেকেই ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা খেলতে হবে। না হলে সিরিজে ৩-০ বা ৪-০ তে হারের শঙ্কা রয়ে গেছে।’
আরও পড়ুন… IND vs AUS: বিয়ের মরশুম, দিল্লিতে হোটেল বদলাতে হল রোহিত, ল্যাবুশেনদের, কোহলি কী করলেন?
শাস্ত্রী আরও যোগ করে বলেছেন, ‘আমি অজিদের বলব ইন্ডিয়ান প্রিমিয়র লিগের বন্ধুদেরকে পিছনে ফেলে রাখতে হবে । আমি বলব নাগপুরে আমার পছন্দের থেকেও বেশি যেন ওরা বন্ধুত্বপূর্ণ পরিবেশে খেলা খেলেছে। আমি দিল্লিতে কঠিন মনোভাবের অস্ট্রেলিয়াকে দেখতে চাই। আর আমি এটা আত্মবিশ্বাসের সঙ্গেই বলছি। কারণ ভারত কিন্তু অবিরাম আক্রমণ চালিয়ে যাবে। ওদের বোলিং আক্রমণ দুর্দান্ত। যেমন ভালো স্পিনার রয়েছে, তেমন ভালো পেসার রয়েছে। এর আগে কখনও এমন হয়নি যে ভারতের স্পিন ত্রয়ীর সকলেই অলরাউন্ডার। তবে অজিদের জন্যও সবকিছু শেষ হয়ে যায়নি। তবে ওদের আরও আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে হবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।