বাংলা নিউজ > ময়দান > কী নেই! সুইমিং পুল, টেনিস কোর্ট, পন্টিংয়ের নতুন বাড়ি দেখলে আপনিও চমকে যাবেন

কী নেই! সুইমিং পুল, টেনিস কোর্ট, পন্টিংয়ের নতুন বাড়ি দেখলে আপনিও চমকে যাবেন

রিকি পন্টিংয়ের নতুন বাড়ি। ছবি- টুইটার 

ফের নতুন একটি বাড়ি কিনলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। সেই বিলাসবহুল বাড়িতে রয়েছে সুইমিং পুল, টেনিস কোর্ট-সহ আরও অনেক কিছু।

১৪০০ স্কোয়ার মিটার জুড়ে বাড়ি। সাতটি বেডরুম। ঝা চকচকে মার্বেল দিয়ে বাঁধানো রান্নাঘর। রট আয়রনের চোখ ধাঁধানো সিঁড়ি। ওপেন-প্ল্যান ইনডোর-আউটডোর লিভিং স্পেস। বিলাসবহুল সুইমিং পুল। কি নেই এই বাড়িতে। এই ম্যানসনই কিনলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, এই বাড়িটি কিনতে তিনি খরচ করেছেন ২০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১১৪ কোটি টাকা।

রিকির নতুন বাড়িটি অবস্থিত মেলবোর্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলে। বাড়িটির প্রাথমিক মূল্য ধরা হয়েছিল ১৯ মিলিয়ন ডলার থেকে ২০.৬ মিলিয়ন ডলার। কিন্তু তার থেকে বেশি মূল্যেই বাড়িটি কিনেছেন পন্টিং। এমনটাই জানা যাচ্ছে। তাঁকে খরচ করতে হয়েছে ২০.৭৫ মিলিয়ন ডলার। এই বাড়িটি পন্টিংয়ের কেনা দ্বিতীয় ম্যানসন। বর্তমানে পন্টিং ও তাঁর পরিবার থাকেন ব্রাইটনের সমুদ্রের পাশে আরও একটি প্রাসাদ সমান বাড়িতে। যেটি ২০১৩ সালে ৯.২ মিলিয়ন ডলার খরচা করে কিনেছিলেন প্রাক্তন এই অস্ট্রেলিয়ান অধিনায়ক।

ব্রাইটনের সেই গোল্ডেন মাইন বাড়িতে রয়েছে সাতটি বেডরুম। আটটি শৌচালয়। একটি অভ্যন্তরীণ থিয়েটার ও সৈকতে যাওয়ার জন্য ব্যক্তিগত রাস্তা। এছাড়াও আরও একটি বাড়ির মালিক রিকি পন্টিং। সেই বাড়িটি তুলনামূলকভাবে ছোট। চারটি বেডরুম, তিনটি শৌচালয় রয়েছে সেটিতে। ২০১৯ সালে কেনেন সেই বাড়িটি।

উল্লেখ্য এর আগে রিকি পন্টিংয়ের বাড়ি থেকে চুরি হয়ে যায় গাড়ি। বেশ অনেক টাকার সম্পত্তি খোয়া গিয়েছিল তাঁর। স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য দেখা যায়। এইবার নতুন বাড়ি কিনলেন তিনি।

রিকি পন্টিং বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়কদের মধ্যে একজন। বিশ্বকাপ জিতেছেন তিনবার। তার মধ্যে দুইবার তিনি অধিনায়ক ছিলেন। ২০০০ সালের পর থেকে অস্ট্রেলিয়ার যে সোনার অধ্যায় শুরু হয়েছিল সেই সময় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। স্টিভ ওয়ার থেকে দায়িত্ব গ্রহণ করেন রিকি। এই অজি কিংবদন্তি ১৬৮ টেস্ট ম্যাচ খেলে করেছেন ৪১টি শতরান। গড় ৫১.৮৫। করেছেন ১৩ হাজার ৩৭৮ রান। ৩৭৪টি ওয়ান ডেতে পন্টিং ২৯টি শতরান সহ ৪১.৮১ গড়ে ১৩ হাজার ৫৮৯ রান করেছেন।

বন্ধ করুন