অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ২ ম্য়াচ জিতে এগিয়ে রয়েছে ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচ হারার ফলে বেশ চাপে রয়েছে অজি ব্রিগেড। ভারতের স্পিন বোলিংয়ের সামনে দাঁড়াতে না পেরে দুটি ম্যাচেই সাড়ে তিন দিনের মধ্যে গুটিয়ে গিয়েছে প্যাট কামিন্সের দল। দ্বিতীয় টেস্ট ম্যাচে কিছুটা লড়াই করলেও প্রথম টেস্ট ম্যাচে অসহায় ভাবে আত্মসমর্পণ করে টিম অস্ট্রেলিয়া। স্বাভাবিক ভাবেই পরপর দুই ম্যাচে এমন ভাবে হারে অজি ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে ক্রিকেট মহল। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন অজি অধিনায়ক গ্ৰেগ চ্যাপেল। তিনি মনে করেন, দেশে ফিরে সমর্থকদের সব প্রশ্নের উত্তর দিতে হবে অস্ট্রেলিয়াকে।
প্রাক্তন এই অজি অধিনায়ক মনে করেন, ‘পরবর্তী ম্যাচগুলিতে ভালো খেলতে হবে এবং দল নির্বাচনের দিকে বিশেষ নজর দিতে হবে অজিদের। এখন অস্ট্রেলিয়ার উচিত তাদের সেরা দল নির্বাচন করে সঠিক ভাবে লড়াই করা।’ গ্রেগ আরও মনে করেন, ‘এটা সত্যি যে ভারতের মাটিতে তাদের বিরুদ্ধে খেলা অনেকটাই কঠিন তা সমর্থকরা জানে। তবে নির্বোধের মতো উইকেট ছুড়ে ম্যাচ হারার কোনও মানে হয় না।’
সম্প্রতি একটি সাক্ষাৎকে ভারতের প্রাক্তন কোচ বলেন, ‘অস্ট্রেলিয়ার সমর্থকরা দলের ওপর ক্ষুব্ধ। কারণ অস্ট্রেলিয়ার দল এই সিরিজে এখনও পর্যন্ত সঠিকভাবে লড়াই করতে পারেনি। প্রথম বলে সুইপ করতে গিয়ে আউট হওয়া মোটেও ভালো দৃশ্য নয়। অস্ট্রেলিয়া দলের বর্তমান সদস্যদের বুঝতে হবে ভারতের বিরুদ্ধে খেলাটা কোন সাইড শো নয়। এর গুরুত্ব অ্যাসেজের মতোই। বরং তার থেকেও বড় সিরিজ এটা।’
অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ইনিংস সহ ১৩২ রানে হারে। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ১৭৭ এবং দ্বিতীয় ইনিংসে ৯১ রানে অলআউট হয়ে যায় তারা। পরিবর্তে প্রথম ইনিংসে ভারত ৪০০ রান করে। দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাট করতেই হয়নি। ইনিংস সহ ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।
দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে অজিরা ভালো পারফরম্যান্স করলেও দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিন বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার। তৃতীয় দিনে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় তারা। ভারত ছয় উইকেটে ম্যাচ জিতে নেয়। বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ ইন্দোরে।