বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: ৯৮'তে মারাত্মক শক্ত পিচে খেলেছি বেঙ্গালুরুতে, স্পষ্টবাক অজি প্রাক্তনী

IND vs AUS: ৯৮'তে মারাত্মক শক্ত পিচে খেলেছি বেঙ্গালুরুতে, স্পষ্টবাক অজি প্রাক্তনী

ইন্দোরের বিতর্কিত সেই পিচ। ছবি- এপি

ইন্দোর ম্য়াচের পরই সমালোচনা শুরু হয়েছে সেখানকার ২২ গজ নিয়ে। এবার সেই বিতর্কে মাথা না ঘামিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না প্রাক্তন অজি ক্রিকেটার মাইকেল ক্যাসপ্রোউইচ।

বর্ডার-গাভাসকর ট্রফিতে দুর্দান্ত ভাবে ফিরে এসেছে অস্ট্রেলিয়া। ০-২ পিছিয়ে থেকে তৃতীয় ম্যাচে জয়লাভ করে তারা। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ম্যাচ জিতে হোয়াইটওয়াশ থেকে নিজেদের বাঁচিয়ে নেন স্টিভ স্মিথরা। তবে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। ইন্দোর টেস্টে অজিরা জিতলেও সেই মাঠের পিচ নিয়ে বিতর্ক চলছে। আসরে নামেন দুই দলের প্রাক্তন ক্রিকেটাররা। ম্যাচ শেষ হওয়ার পরই ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে আইসিসি ‘খারাপ' রেটিং দেয় ইন্দোরের পিচকে।

তবে প্রাক্তন অস্ট্রেলিয়ার বোলার মাইকেল ক্যাসপ্রোউইচ পিচ নিয়ে এই অতিরিক্ত শোরগোল একবারেই পছন্দ করছেন না। ২০০৪ সালে ভারতের মাটিতে জেতা অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য তিনি। তাঁর মতে ভারতে খেলতে আসা প্রত্যেকটি দলের কাছে এটি খুব পরিচিত পিচ। তিনি বলেন, ‘আমি এই পিচ নিয়ে অতিরিক্ত কথা ঠিক মেনে নিতে পারছি না। ভারতের খেলতে যাওয়া, প্রত্যেক দলের কাছেই খুব সাধারণ পিচ এটা। ওরা হোম অ্যাডভান্টেজ পুরোপুরি ভাবে কাজে লাগাতে এই রকম পিচ তৈরি করে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছে এই ম্যাচ তাড়াতাড়ি শুরু হওয়ায় পিচে কিছুটা অতিরিক্ত আদ্রতা থেকে যায়। যার ফলে বল বেশি ঘোরে। ম্যাচের শেষের দিকে এই অতিরিক্ত ঘোরাটা লক্ষ্য করা যায়নি।‌’

তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর থেকে মার্ক ওয়া এবং বেশ কয়েক জন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও এই পিচের সমালোচনা করেছেন। প্রথম দুটি ম্যাচের মতো তৃতীয় ম্যাচটিও তৃতীয় দিনে শেষ হয়ে যায়। তবে ইন্দোরের ম্যাচে সবথেকে কম সেশন খেলা হয়েছে। আইসিসি নাগপুর এবং দিল্লির পিচকে ‘অ্যাভারেজ' রেটিং দিলেও ইন্দোরের পিচকে ‘খারাপ' আখ্যা দিয়েছে।

তবে অস্ট্রেলিয়ার এই প্রাক্তন বোলার পুরনো স্মৃতি রোমন্থন করে মনে করে জানান, পিচ যেমনই হোক না কেন মানিয়ে নিয়ে খেলতে হবে। তিনি বলেন, ‘আমার ১৯৯৮ সালের বেঙ্গালুরু টেস্টের কথা মনে পড়ছে। ওই মাঠে পিচের সামনে দাঁড়িয়ে আমার একটা ছবি আছে। পিচে কোনও রকম ঘাস নেই। দেখে মনে হচ্ছে যেন একটা শুকনো বিছানা ওটা। যেমনই পিচ হোক না কেন, তার সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হবে। এটাই টেস্ট ক্রিকেট।’

বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারত সেই ম্যাচ জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। অন্যদিকে তৃতীয় টেস্ট ম্যাচ জিতে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports ‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.