বাংলা নিউজ > ময়দান > কাউকে সমালোচনার সুযোগ দিলেন না,CAB সভাপতি হচ্ছেন না সৌরভ,কে পাচ্ছেন নতুন দায়িত্ব?

কাউকে সমালোচনার সুযোগ দিলেন না,CAB সভাপতি হচ্ছেন না সৌরভ,কে পাচ্ছেন নতুন দায়িত্ব?

সিএবি-তে সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ কিছু দিন আগে জানিয়েছিলেন, যে তিনি সিএবি সভাপতি হওয়ার জন্য লড়াই করবেন। সিএবি-তে প্রত্যাবর্তনের জন্য অনেকে বুঝিয়েও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সৌরভ নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন। সিএবির কোনও পদেই দাঁড়ালেন না সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায় চেয়েছিলেন ভোটে জিতে সিএবি প্রেসিডেন্ট হতে। তবে নির্বাচনই যে হচ্ছে না। তাই সভাপতি হওয়াও হল না সৌরভের। আর নির্বাচন না হওয়ায়, সৌরভ জমা দিলেন না মনোনয়ন। মূলত বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত সৌরভের।

আসলে বাংলার ক্রিকেট প্রশাসনে বরাবর সৌরভের বিরোধী গোষ্ঠীর প্রশাসক বিশ্বরূপ দে প্রকাশ্যেই জানিয়েছিলেন, সৌরভ কখনও ভোটে লড়ে জেতেননি। সিএবি-র সভাপতি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আশীর্বাদে’। আর বিসিসিআইয়ের সভাপতি পদ পেয়েছিলেন অমিত শাহের ‘বদান্যতা’য়। যা একেবারেই ভালো ভাবে নেননি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। এই সমালোচনা এড়াতেই সম্ভবত তিনি সিএবি-র প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন। যার ফলে সিএবি প্রেসিডেন্ট হলেন তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সম্ভাব্য সচিব নরেশ ওঝা, দেবব্রত দাস যুগ্ম সচিব পদে থাকবেন, প্রবীর চক্রবর্তী কোষাধ্যক্ষ, ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু বিশ্বাস।

আরও পড়ুন: মোহালির থেকেও ভালো এই ইনিংস, কঠিন সময় কাটিয়ে ওঠার কথা বললেন কোহলি

রবিবার দুপুর ১টা নাগাদ সিএবিতে আসেন সৌরভ। এসেই তিনি অভিষেক ডালমিয়া, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, দেবব্রত দাসদের সঙ্গে বেশ কিছু ক্ষণ আলোচনা করেন। সিএবি সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল রবিবার। প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ কিছু দিন আগে জানিয়েছিলেন, যে তিনি সিএবি সভাপতি হওয়ার জন্য লড়াই করবেন। সিএবি-তে প্রত্যাবর্তনের জন্য অনেকে বুঝিয়েও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সৌরভ নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন। সিএবির কোনও পদেই দাঁড়ালেন না সৌরভ। 

আরও পড়ুন: W-1-2-7nb-1w-3b-W-1w-1-টেনশনের শেষ ওভার, হৃদস্পন্দন বন্ধ হয় হয়, শেষ হাসি ভারতের

২০১৫ সালে জগমোহন ডালমিয়ার পর সিএবি সভাপতি হয়েছিলেন তিনি। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন। এই বছর সেখানে তাঁর মেয়াদ শেষ হয়। সৌরভের জায়গায় বোর্ডের সভাপতি হন রজার বিনি। সমর্থকেরা ভেবেছিলেন, আইসিসিতে যেতে পারেন সৌরভ। কিন্তু ভারতীয় বোর্ডের তরফে কাউকে আইসিসিতে পাঠানোই হয়নি।

প্রসঙ্গত, বোর্ড সভাপতি থাকছেন না, তা পরিষ্কার হয়ে যাওয়ার পরে সৌরভ গত ১৫ অক্টোবর বলেছিলেন, সিএবি-র নির্বাচনে তিনি লড়বেন। তিনি বলেছিলেন, ‘আমি নির্বাচনে লড়তে চলেছি। আগামী ২২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে রয়েছে। পাঁচ বছর সিএবি-তে ছিলাম। লোধা কমিটির নিয়ম অনুযায়ী আরও চার বছর থাকতে পারব। নিজের প্যানেল তৈরি করে ফেলতে পারব বলে আশা করছি।’ কিন্তু নির্বাচন না হওয়ায়, শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন বাংলার মহারাজ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন