অকালেই প্রয়াত হলেন প্রাক্তন বিসিসিআই সচিব অমিতাভ চৌধরী। মঙ্গলবার সকালে রাঁচিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দাপুটে এই ক্রিকেট প্রশাসক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত বিসিসিআইয়ের পরিচালন ক্ষমতা সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের হাতে থাকার সময় বোর্ডের অ্যাক্টিং সেক্রেটারি ছিলেন অমিতাভ। তিনি বোর্ডে ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ছিলেন।
এক দশকেরও বেশি সময় তিনি ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। অনুরাগ ঠাকুরের জমানায় বিসিসিআইয়ের যুগ্মসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন অমিতাভ। এছাড়া ভারতীয় দলের টিম ম্যানেজার হিসেবেও দেখা গিয়েছে তাঁকে। সৌরভ গঙ্গোপাধ্যায় ও গ্রেগ চ্যাপেলের ঝামেলার সময়ে জিম্বাবোয়ে সফরে ভারতের টিম ম্যানেজার ছিলেন অমিতাভই।
অমিতাভ চৌধরীর হাতে ঝাড়খণ্ড ক্রিকেটের দায়িত্ব থাকার সময়েই রাঁচির জেএসসিএ স্টেডিয়াম কমপ্লেক্স তৈরি হয়, যেখানে ২০১৩ সালে প্রথম ওয়ান ডে ম্যাচ আয়োজিত হয় ভারত ও ইংল্যান্ডের মধ্যে।
প্রাক্তন বোর্ডকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যক্তিগতভাবে শোক জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘অমিতাভ চৌধরীর মৃত্যুর খবরে আমি মর্মাহত। ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সান্নিধ্যে কাটানো সময়গুলো মনে থাকবে।’
সৌরভ আরও বলেন, ‘আমি যখন ভারতের ক্যাপ্টেন ছিলাম, জিম্বাবোয়ে সফরে ওনার সঙ্গে আমার প্রথম পরিচয়। উনি তখন ভারতের টিম ম্যানেজার ছিলেন। ওনার নিরলস প্রচেষ্টার জন্য আজ রাঁচিতে বিশ্বমানের স্টেডিয়াম কমপ্লেক্স তৈরি হতে পেরেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।