শুভব্রত মুখার্জি: চলতি উইম্বলডনের মহিলা সিঙ্গেলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন প্রাক্তন চ্যাম্পিয়ন সিমোনা হ্যালেপ। আমান্ডা আনিসিমোভার বিরুদ্ধে সহজ জয় পেলেন চিনি। বলা ভালো একপেশে ম্যাচে আমান্ডা আনিসিমোভাকে কার্যত উড়িয়ে দিলেন তিনি। এই বছরের উইম্বলডনে দারুণ ফর্মে রয়েছেন হ্যালেপ। রোমানিয়ান তার একের পর এক ম্যাচে সহজ জয় পেয়েছেন। এবার সহজেই কোয়ার্টার ফাইনাল জিতে তিনি পৌঁছে গেলেন চলতি উইম্বলডনের সেমিফাইনালে।
বুধবার কোয়ার্টার ফাইনালে আমেরিকার আমান্ডা আনিসিমোভাকে ৬-২, ৬-৪ ফলে হারালেন হ্যালেপ। ১৭৫ পাউন্ড বা বলা ভালো ২০৮ ডলার খরচ করে যারা তার ম্যাচ দেখতে এসেছিলেন আজকে হ্যালেপের খেলায় তাদের পয়সা উসুল হল। সেন্টার কোর্টে এদিন অনবদ্য টেনিসের প্রদর্শনী ঘটালেন হ্যালেপ। ১ ঘণ্টার একটু বেশি সময় নিলেন ম্যাচ জিততে। মাত্র ৬৩ মিনিটেই নিশ্চিত করলেন সেমিফাইনালের টিকিট।
প্রথম সেটে আমান্ডা কিছু বুঝে ওঠার আগেই সেট জিতে নেন হ্যালেপ। তার কড়া ফোরহ্যান্ডের কার্যত কোন জবাব আমন্ডার কাছে ছিল না এদিন। দ্বিতীয় সেটের শুরুতেই আমান্ডার সার্ভিস ব্রেক করে দেন হ্যালেপ। একটা সময় দ্বিতীয় সেটে ৪-১ গেমে এগিয়ে ছিলেন হ্যালেপ। এরপরেই অবশ্য ৩০ বছর বয়সি হ্যালেপের সার্ভ ব্রেক করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন আমান্ডা আনিসিমোভা। তবে শেষ পর্যন্ত ৬-৪ ফলে বাজিমাত করেন হ্যালেপ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।