বৃহস্পতিবার হঠাৎ করেই মোহনবাগান তাঁবুতে হাজির কিবু ভিকুনা। প্রাক্তন কোচের অসময়ে আগমন বাগান সমর্থকদের শুধু আপ্লুতই করেনি, বরং উত্সুক করে তোলে এটা জানতে যে, নতুন করে সবুজ-মেরুন শিবিরের সঙ্গে তিনি যুক্তি হচ্ছেন কিনা। সেরকম কোনও উদ্দেশ্য ছিল কিনা, তা এখনই জানা যায়নি। তবে দেশে ফেরার আগে নিছক আবেগের টানেই যে পুরনো ক্লাবে ঘুরে গেলেন স্প্যানিশ কোচ, সেটা জানালেন ভিকুনা নিজেই।
গত মরশুমে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়েও ক্লাব ছাড়তে হয়ে কিবুকে। এটিকের সঙ্গে জোট বেঁধে মোহনবাগান আইএসএলের আঙিনায় মাথা গলিয়ে দেওয়ায় নতুন ঠিকানা খুঁজে নেওয়া ছাড়া উপায় ছিল না তাঁর।
কেরালা ব্লাস্টার্সের কোচ হিবেসে কিবু ভিকুনাও আইএসএলের বৃত্তে ঢুকে পড়েন। তবে ইন্ডিয়ান সুপার লিগে তাঁর প্রথম মরশুম মোটেও ভালো কাটেনি। ফলে মরশুমের মাঝেই চাকরি খোয়াতে হয় মেরিনার্সদের প্রিয় কিবুকে স্যারকে।
ভারত ছেড়ে দেশে ফেরার আগে বৃহস্পতিবার কিবু ভিকুনা হঠাৎই হাজির হন শহরে। প্রাক্তন সহকর্মী রঞ্জন চৌধুরীকে ডেকে নিয়ে সোজা চলে যান মোহনবাগান তাঁবুতে। কারণ হিসেবে ভিকুনা বলেন, ‘আই লিগ জিতলেও ট্রফিটা দেখা হয়নি। পুরনো লোকজনের সঙ্গেও দেখা হল। জানিনা আবার কবে ভারতে আসতে পারব। তাই একবার মোহনবাগানে ঘুরে গেলাম। কলকাতায় এসে বেশ ভালো লাগল।’
ক্লাব তাঁবু ছাড়ার আগে ভিকুনা অবশ্য ভবিষ্যদ্বাণী করতে ভোলেননি যে, আইএসএলের লিগ শীর্ষে থেকে এটিকে-মোহনবাগানই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।