বাংলা নিউজ > ময়দান > 'ট্রায়ালে শ্যাম থাপার মতো ভলি মেরেছিল, সেই দেখেই দলে নিয়েছিলাম', সুনীলের অবসরে আবেগ তাড়িত বাবলু

'ট্রায়ালে শ্যাম থাপার মতো ভলি মেরেছিল, সেই দেখেই দলে নিয়েছিলাম', সুনীলের অবসরে আবেগ তাড়িত বাবলু

সুনীল ছেত্রী। ছবি- এএফপি (AFP)

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। সতীর্থ থেকে প্রাক্তন ফুটবলাররা তাঁর সিদ্ধান্তকে গ্রহণ করলেও সুনীল পরবর্তী ভারতীয় দল নিয়ে সংশয় রয়েছেন। এরই মধ্যে HT বাংলাকে সুব্রত ভট্টাচার্য জানালেন সুনীলকে তুলে আনার গল্প

ভারতীয় ফুটবল দলের জার্সিতে আর মাত্র একটা ম্যাচেই খেলতে দেখা যাবে সুনীল ছেত্রীকে। ৬ জুন কুয়েতের বিপক্ষে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচই তাঁর শেষ। এরপর আর খেলতে দেখা যাবে না বিশ্বফুটবলে ভারতীয় দলের সর্বোচ্চ গোলের মালিককে। আর কয়েকটা ম্যাচ খেলতে পারলেই গোলের সেঞ্চুরি করে ফেলতে পারতেন সুনীল। কিন্তু বুঝতে পারছিলেন, শরীর সায় দিচ্ছে না। শুধু নিজের জন্য আর দলকে বিড়ম্বনায় ফেলতে চাননি। বরং আপাদমস্তক টিম ম্যানের মতোই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সুনীল। বর্ণময় কেরিয়ারে বিদেশি দলের হয়ে খেলা থেকে ফুটবল বিশ্বে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিদের পর চতুর্থ স্থানে রয়েছেন তিনি। এহেন কেরিয়ারই এবার শেষ লগ্নে। সুনীলের সিদ্ধান্ত সকলেই স্বাগত জানাচ্ছেন। তরুণদের জন্য জায়গা করে দিতে যে সিদ্ধান্ত সুনীল নিয়েছে, তা সাধুবাদযোগ্য। এরই মধ্যে সুনীল ছেত্রীকে নিয়ে আবেগ তাড়িত কলকাতায় তাঁর প্রথম কোচ সুব্রত ভট্টাচার্য, HT বাংলায় জানালেন কীভাবে তাঁকে দলে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন-'সুনীলকে ছাড়া ভারতীয় ফুটবল ভাবতেই পারছি না,দেশের জন্য ওকে ফিরতে হবে',বললেন জেজে

সালটা ২০০২, মোহনবাগানের ট্রায়ালে এসেছিলেন ছোট্ট পাহাড়ি একটা ছেলে। তখন বাগানের দায়িত্বে সুব্রত ভট্টাচার্য, নামের পাশে রয়েছে জাতীয় লিগ জয়ের নজির। প্রথম দিন অনুশীলনে দেখেই বুঝেছিলেন, এ ছেলে অনেক দূর যাবে। সুনীলের অবসরের পর সুব্রত ভট্টাচার্য সেদিনের স্মৃতি ভাগ করে নিয়ে HT বাংলাকে বললেন, ‘ একটা ছেলে হরিয়ানা থেকে এসেছে ট্রায়ালে, আমি কোচ ছিলাম তখন। দেখলাম একদম বাচ্চা ছেলে প্রথম দিন এসেই চাইনিজ ভলি মেরেছে, শ্যাম থাপার মতো। দেখছি কেউ ওকে ধরতে পারছে না, খুব জোরে দৌড়াচ্ছে, এরপর আমি বললাম ওকে নিয়ে নাও। সেই শুরু। এরপর তো ছেড়ে চলে গেছে, এখন পারিবারিক সম্পর্ক। মানুষ হিসেবে খুব ভালো সুনীল। আমি আমার মেয়েকেও ফোন করেছিলাম, সুনীল তো খেলতে গেছে এখন। সন্ধ্যেবেলা আবার কথা হবে’।

আরও পড়ুন- কলকাতা থেকেই বিদায় জানাবেন আন্তর্জাতিক ফুটবলকে! অবসর ঘোষণা সুনীল ছেত্রীর

জাতীয় দলে সুনীলের অবদান অনস্বীকার্য। তাঁর অবসরে ভারতীয় দলের হাল যে কিছুটা হলেও বেহাল হলে, তা স্বীকার করছেন সুব্রত ভট্টাচার্য। তিনি বলছেন, ‘ ভারতীয় দলে আর স্ট্রাইকার কোথায় সুনীলের পর? গোল করার লোক কই? তবে পরে ফুটবলকে অনেক কিছুই ফিরিয়ে দিতে পারে ও। ক্লাব ফুটবলে কোচিং করাতে পারে, ভারতীয় দলের কোচ হতে পারে। তবে সঠিক সময়ই সিদ্ধান্ত নিয়েছে’।

আরও পড়ুন-রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টাল লিগের ফাইনালে লালহলুদ

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও সুব্রত ভট্টাচার্য আশাবাদী সুনীলের এই মূহূর্তে যা পারফরমেন্স তাতে আগামী ৩-৪ বছর চুটিয়ে ক্লাব ফুটবল খেলতে চলেছেন তিনি। এতদিন ফুটবলের প্রতি যে দায়বদ্ধতা সুনীল দেখিয়েছেন, তা থেকে আগামী প্রজন্ম যদি শিক্ষা নিতে পারে, তাহলে ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব, সেকথা বলাই যায়। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.