বাংলা নিউজ > ময়দান > শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন BCCI-কে ধোনির নাম প্রস্তাব করা প্রাক্তন ক্রিকেটার প্রকাশ পোদ্দার

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন BCCI-কে ধোনির নাম প্রস্তাব করা প্রাক্তন ক্রিকেটার প্রকাশ পোদ্দার

প্রয়াত BCCI-কে ধোনির নাম প্রস্তাব করা প্রাক্তন ক্রিকেটার (ছবি-গেটি ইমেজ ও বেঙ্গল পোস্ট)

যার হাত ধরেই ভারতীয় ক্রিকেট পরিচিত হয়েছিল ভারতের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। বিসিসিআইকে সর্বপ্রথম ধোনির নাম প্রস্তাব করেছিলেন তিনি। বাকি ইতিহাসটা সকলের জানা। বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘদিন খেলেছেন প্রকাশ পোদ্দার।

শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেট হারালো তাঁর অন্যতম কৃতী সন্তানকে। মঙ্গলবারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলা তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রকাশ চন্দ্র পোদ্দার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২। যার হাত ধরেই ভারতীয় ক্রিকেট পরিচিত হয়েছিল ভারতের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। বিসিসিআইকে সর্বপ্রথম ধোনির নাম প্রস্তাব করেছিলেন তিনি। বাকি ইতিহাসটা সকলের জানা। বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘদিন খেলেছেন প্রকাশ পোদ্দার।

আরও পড়ুন… জলে যাবে MI-এর ১৭.৫০ কোটি! IPL 2023 অর্ধেক মরশুম বল করতে পারবেন না ক্যামরন গ্রিন

প্রসঙ্গত ১৯৪০ সালে জন্ম হয়েছিল তাঁর। ১৯৬০-৭৭ দীর্ঘদিন ১৭ বছর ধরে বাংলার হয়ে খেলেছেন তিনি। খেলেছেন ৭৪টি প্রথম শ্রেণির ম্যাচ। করেছিলেন ৩৮৩৬ রান। পাশাপাশি রয়েছে ১১ টি শতরানও। একটা সময়তে বিসিসিআইয়ের ট্যালেন্ট রিসোর্স ডেভেলপমেন্ট স্কিমের অফিসার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। ২০০৩ সালের প্রথমদিকে তিনি ভারতীয় বোর্ডের কাছে মহেন্দ্র সিং ধোনির নাম প্রস্তাব করেছিলেন। বাংলার হয়ে অধিনায়কত্বও করেন তিনি। এরপর রঞ্জিতে রাজস্থানের হয়ে খেলেন তিনি। রাজস্থানের হয়ে তিনি দুবার রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন।

আরও পড়ুন… বাইক স্টার্ট করার জন্য লড়াই করছেন এমএস ধোনি! ভাইরাল হল মাহির ভিডিয়ো

১৯৭০-৭১ মরশুমে তিনি ছিলেন রঞ্জি ট্রফিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। করেছিলেন ৫৬২ রান। গড় ছিল ৭০.২৫। ধোনির নাম বিসিসিআইয়ের কাছে প্রস্তাব করার পরে তিনি জানিয়েছিলেন, ‘যেভাবে ও (ধোনি) নিজের শক্তিকে ব্যবহার করছে তা আমরা যদি ঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের জন্য খুব উপকারী হবে। ভারতীয় ক্রিকেট ওঁর দ্বারা খুব উপকৃত হবে। সেই কারণেই আমরা ওঁর নাম জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কাছে প্রস্তাব করেছিলাম। ও ৩৫ রান করেছিল। কিন্তু ওঁর বল মারা দেখে সকলেই অভিভূত ছিলাম। আমরা মনে করেছিলাম ওকে আমরা সঠিক পথে চালনা করতে পারলে ও একজন ভালো ওয়ানডে ক্রিকেটার হতে পারবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন