বিরাট কোহলির বদলে ভারতের একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টি ক্রিকেটে নতুন অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধাবিভক্ত বাইশ গজ। অনেকে বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং আর এক পক্ষের মতে, অধিনায়ক হিসেবে কোহলির সাফল্য দেখে তাঁর উপরেই ভরসা দেখাতে পারতেন নির্বাচকরা। নেতৃত্ব বদল নিয়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘কোহলিকে অনুরোধ করা হয়েছিল তিনি যাতে টি২০-র অধিনায়কত্ব না ছাড়েন। কিন্তু টি২০ বিশ্বকাপের পরেই কুড়ি-বিশের ফর্ম্যাটের নেতৃত্ব ছাড়েন তিনি। নির্বাচকরা চাননি সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক রাখতে। তাই এক দিনের অধিনায়কও করা হয় রোহিতকে। এই সিদ্ধান্তের আগে তিনি নিজে কোহলির সঙ্গে কথা বলেছিলেন বলেও জানিয়েছেন সৌরভ।’
এরপরেই বিরাটের বদলে রোহিতকে দলের নেতা ঘোষণা করা হয়েছিল। বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের আর এক প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। নতুন অধিনায়ক রোহিত শর্মার কাছে তাঁর অনেক আশা রয়েছে, এমনটাই জানিয়েছেন আজহার। বিরাট কোহলির বদলে ভারতের একদিনের দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার হাতে। এরপরে রোহিত জানিয়েছিলেন তাঁদের লক্ষ্য হবে কঠিন পরিস্থিতি থেকে কীভাবে দল বেরিয়ে আসতে পারে সে দিকে নজর রাখা। অর্থাৎ যদি ১০ রানে ৩ উইকেট পড়ে যায়, তা হলে কীভাবে সেখান থেকে ১৮০-১৯০ রান করা যাবে সে দিকে নজর রেখে দলকে তৈরি হতে হবে।

রোহিতের থেকে এই বক্তব্য শুনে আশায় বুক বাঁধছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি নেটমাধ্যমে নিজের মনের কথা লিখেছেন। সেখানে তিনি লেখেন, ‘বিরাট কোহলির পরে ভারতের নতুন একদিনের ও টি২০ দলের অধিনায়ক রোহিত শর্মার কাছে বড় আশা রয়েছে। দলকে নেতৃত্ব দেওয়ার প্রকৃত ক্ষমতা রয়েছে ওর। আশা করছি রোহিত নিজের কথা রাখবেন। নতুন অধিনায়ককে অভিনন্দন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।