বাংলা নিউজ > ময়দান > চার, ছয় হাঁকিয়ে অর্ধশতরান করে মার্কিন যুক্তরাষ্ট্রে ফর্মে ফিরলেন ভারতের প্রাক্তন যুব দলের অধিনায়ক

চার, ছয় হাঁকিয়ে অর্ধশতরান করে মার্কিন যুক্তরাষ্ট্রে ফর্মে ফিরলেন ভারতের প্রাক্তন যুব দলের অধিনায়ক

ভারতের অনু্র্ধ্ব ১৯ এর প্রাক্তন অধিনায়ক উন্মুক্ত চাঁদ (ছবি:টুইটার)

মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে রানের ফুলঝুড়ি জ্বালিয়ে ফর্মে ফিরলেন ভারতের যুব দলের প্রাক্তন অধিনায়ক। ৫৭ বলে দরলেন ৫৬ রান। ম্যাচের সেরাও নির্বাচিত হলেন।

ফর্মে ফিরলেন ভারতের অনু্র্ধ্ব ১৯ এর প্রাক্তন অধিনায়ক উন্মুক্ত চাঁদ। ২০১২ সালে ভারতের জার্সিতে অনুর্ধ্ব ১৯ দলের হয়ে দুরন্ত খেলেছিলেন উন্মুক্ত। তারপর থেকে ভারতীয় দলে সেভাবে সুযোগ না পেয়ে হতাশ হয়ে গিয়েছিলেন তিনি। কিছুদিন আগেই ভারতের হয়ে ক্রিকেট খেলা থেকে অবসর ঘোষণা করেছিলেন। এরপরেই তিনি পাড়ি দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। সেখানেই যুক্ত হয়েছিলেন মাইনর লিগ ক্রিকেটে, সেই টুর্নামেন্ট নিজেক তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু গত তিনটি ম্যাচে নিজের দল সিলিকন ভ্যালির হয়ে সেভাবে খেলতে পারছিলেন না উন্মুক্ত। অবশেষে তিনি এ বার ফর্মে ফিরলেন। নিজের দলের হয়ে অর্ধশতরান করলেন, ম্যাচের সেরার পুরস্কারও জিতলেন। 

গোল্ডেন স্টেট গ্রিজলিজের বিপক্ষে ব্যাট করতে নেমে ৫৭ বলে ৫৬ রানের ইনিংস খেললেন। তাঁর এ দিনের ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ওভার বাউন্ডারি। এ দিনের ম্যাচের সেরাও নির্বাচিত হন উন্মুক্ত চাঁদ। তাঁর ব্যাটিং-এর উপর ভর করে ১৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল সিলিকন ভ্যালি। উন্মুক্ত চাঁদের সেই চার ও ছয় মারার ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে।

এ দিন টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় সিলিকন ভ্যালি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩১ রান করে গোল্ডেন স্টেট গ্রিজলিজ। জবাবে আর্শ বুচ ও উন্মুক্ত চাঁদের ব্যাটিং দক্ষতায় দাঁড়িয়ে ১৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলিকন ভ্যালি। আর্শ বুচ করেন ৩১ বলে ৪৪ রান। উন্মুক্ত চাঁদ করেন ৫৭ বলে ৫৬ রান। 

এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে উন্মুক্ত চাঁদ ৪টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ইতিমধ্যেই করেছেন ৭৭ রান। প্রথম দিকে রান না পেলেও এ দিনের ইনিংসেই দলের হয়ে সর্বাধিক রান করলেন উন্মুক্ত। এ দিনের ম্যাচ জয়ের ফলে ওয়েস্টার্ন ডিভিশন থেকে লিগ শীর্ষে রয়েছে উন্মুক্ত চাঁদের দল। এ বার উন্মুক্তও ব্যাটে রান পেয়ে গেলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.