শুভব্রত মুখার্জি : ভারতীয় সিনিয়র ফুটবল দলের কোচ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন ক্রোয়েশিয়ার বিশ্বকাপার ইগর স্টিম্যাচ। পরবর্তীতে ভারতীয় দলের ২০২৬ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে খারাপ পারফরম্যান্সের জেরে ইগর স্টিম্যাচের উপর ক্ষোভ বাড়ছিল সমর্থকদের। এই সময়েই এআইএফএফের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে ক্রোয়েশিয়ান কোচের।
ভারত বিশ্বকাপ কোয়ালিফায়ারের পরবর্তী রাউন্ডে উঠতে ব্যর্থ হয়। এর পরেই হেড কোচের দায়িত্ব থেকে সরানো হয় ইগর স্টিম্যাচকে। চাকরি খোয়ানোর পরে এআইএফএফের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। এআইএফএফের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছিলেন তিনি। এবার বিষয়টি নিয়ে দুই পক্ষ একটি সম্মতির জায়গায় পৌঁছাতে পেরেছে। যেখানে ক্ষতিপূরণ বাবদ ইগর স্টিম্যাচকে ৪,০০,০০০ আমেরিকান ডলার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে এআইএফএফ। অর্থাৎ বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে এআইএফএফকে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩.৩৬ কোটি টাকা।
প্রসঙ্গত, গত জুন মাসে এআইএফএফের তরফে বরখাস্ত করা হয়েছিল ইগর স্টিম্যাচকে। ইগর স্টিম্যাচের চুক্তি অনুযায়ী আরও এক বছর তাঁর ভারতীয় সিনিয়র ফুটবল দলের কোচ থাকার কথা ছিল। তবে এক বছর আগেই তাঁকে তাঁর খারাপ পারফরম্যান্সের কারণে বরখাস্ত করা হয়। ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডে মোটামুটিভাবে সহজ ড্র পেয়েছিল ভারত। তার পরেও তারা তৃতীয় রাউন্ডে উঠতে পারেনি।
এমনকি ঘরের মাটিতে আফগানিস্তানের কাছেও হারতে হয় তাদের। কুয়েতের মতো দলের বিরুদ্ধে সল্টলেক স্টেডিয়ামে সুনীল ছেত্রীর শেষ ম্যাচেও ভারত ড্র করেছিল। ভারত বিশ্বকাপ কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পরপরেই ইগর স্টিম্যাচকে বরখাস্ত করে এআইএফএফ।
এর পর দুইপক্ষের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকে। ক্রোয়েশিয়ান কোচ এআইএফএফকে একেবারে হুঁশিয়ারির সুরে জানান ১০ দিনের মধ্যে এআইএফএফ তাঁকে ক্ষতিপূরণ না দিলে মামলা করবেন তিনি। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে দুই পক্ষ আলোচনাতে বসেছিল। তারা একটি জায়গায় সম্মত হয়েছে।
আরও পড়ুন:- IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা?
তবে এই বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দিতে বেশ সমস্যায় পড়তে হতে পারে এআইএফএফকে। কারণ সাম্প্রতিক সময়ে আর্থিক সমস্যা রয়েছে ফেডারেশনের। এই বছর তাদের তরফে বিভিন্ন প্রতিযোগিতার বাজেটও কমানো হয়েছে। এআইএফএফের তরফে ইগর স্টিম্যাচকে তাঁর তিন মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা বলা হয়েছিল। এরপর তাঁকে প্রথমে পাঁচ মাসের এবং পরবর্তীতে ১০ মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা বলা হলেও তিনি তা মানেননি। ইগর স্টিম্যাচ এরপর ফিফার দারস্থ হন। ভারতীয় মুদ্রায় ৭.৭২ কোটি টাকা অর্থাৎ আট কোটি টাকা দাবি করেন তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালে ৫৭ বছর বয়সীকে কোচ হিসেবে নিয়োগ করেছিল এআইএফএফ। পরে তাঁর চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত করা হয়েছিল। ঘটনাচক্রে ইগর স্টিম্যাচের পরিবর্তে ভারতীয় সিনিয়র দলের হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে ম্যানেলো মার্কোয়েজকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।