ভারতীয় হকির জন্য হৃদয় বিদারক দিন। একই দিনে করোনায় মৃত্যু হল দুই অলিম্পিক সোনাজয়ী তারকার। কাকতলীয় বিষয় হল, জাতীয় দলের হয়ে দুই তারকা দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়েছেন। একই সঙ্গে দেশকে অলিম্পিক চ্যাম্পিয়ন করিয়েছেন।
১৯৮০ মস্কো অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় দলের দুই সতীর্থ রবিন্দর পাল সিং ও এমকে কৌশক করোনার সঙ্গে লড়াই চালাচ্ছিলেন বেশ কয়েকদিন ধরে। শনিবার ৬১ বছর বয়সে রবিন্দর শেষ নিঃশ্বাস ত্যাগ করার কিছুক্ষণ পর মারা যান কৌশিকও।
৬৬ বছর বয়সী কৌশিক ফুসফুসের সমস্যায় ভেল্টিলেশনে ছিলেন। পরবর্তী সময় করোনা নেগেটিভ রিপোর্ট এলেও অক্সিজেন গ্রহণের মাত্রা কমে যাওয়ায় প্রায় দু'সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি।
খেলা ছাড়ার পর ভারতের পুরুষ ও মহিলা হকি দলকে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন কৌশিক। তাঁর প্রশিক্ষণেই ভারতীয় পুরুষ দল ৩২ বছরের খরা কাটিয়ে ১৯৯৮ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমসে সোনা জেতে।
২০০২ কমনওয়েলথ গেমসে কৌশিকের প্রশিক্ষণে ভারতের মহিলা দল সোনা জেতে এবং ২০০৬ দোহা এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জেতে। ১৯৯৮ সালে তিনি অর্জুন হন। ২০০২ সালে দ্রোণাচার্য্য সম্মানে ভূষিত হন কৌশিক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।