টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পরে চেতন শর্মার নেতৃত্বাধীন সিনিয়র নির্বাচক কমিটির সব সদস্যকে ছেঁটে ফেলেছে বিসিসিআই। নতুন নির্বাচক নিয়োগের জন্য প্রার্থী চেয়ে বিজ্ঞাপনও দিয়েছিল বোর্ড, যার আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে গত ২৮ নভেম্বর। আবেদন করেছেন অনেকেই। তবে দক্ষিণাঞ্চল থেকে জাতীয় নির্বাচক হওয়ার দৌড়ে বেশ কিছুটা এগিয়ে দেখাচ্ছে ভেঙ্কটেশ প্রসাদকে। এমনকি নির্বাচক প্রধান হিসেবেও দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসারকে। সেই সম্ভাবনা রয়েছে বিস্তর।
ইতিমধ্যেই জাতীয় জুনিয়র নির্বাচকের দায়িত্ব পালন করা প্রসাদ এবার সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জুনিয়র নির্বাচক কমিটির প্রধান ছিলেন তিনি। তাঁর সময়ে ভারতের যুব দল ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠে এবং ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়।
আরও পড়ুন:- ৬,৬,৬,০,৬,৬: এক ওভারে ৫টি ছক্কায় শাকিবকে চোখে সর্ষে ফুল দেখালেন পুরান
১৯৯৪ থেকে ২০০১ সালের মধ্যে প্রসাদ ভারতের হয়ে ৩৩টি টেস্ট ও ১৬১টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। টেস্টে ৯৬টি ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৬টি উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলের বোলিং কোচের ভূমিকা পালন করা ছাড়াও আইপিএলে সিএসকে, পঞ্জাব কিংসের মতো দলগুলির সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে কর্ণাটক ও উত্তরপ্রদেশকে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
আরও পড়ুন:- 'কোথায় যেন আছি আমরা?' লাইভ ইন্টারভিউয়ের মাঝে ওয়াশিংটন ভুলে গেলেন, কোথায় খেলছেন: ভিডিয়ো
পঞ্চিমাঞ্চল থেকে জাতীয় নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে সলিল আঙ্কোলা। লড়াইয়ে রয়েছেন সমীর দিঘে, নয়ন মোঙ্গিয়ারাও। পূর্বাঞ্চল থেকে সুব্রত বন্দোপাধ্যায়, এসএস দাসরা নির্বাচক হওয়ার জোরালো দাবি পেশ করেছেন।
উত্তরাঞ্চল থেকে মনিন্দর সিং, অতুল ওয়াসান, অজয় রাত্রারা আবেদন করলেও দৌড়ে এগিয়ে নিখিল চোপড়া। মধ্যাঞ্চল থেকে আমে খুরেশিয়া, জ্ঞানেন্দ্র পান্ডেরা লড়াই চালাবেন জাতীয় নির্বাচক হওয়ার জন্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।