শুভব্রত মুখার্জি: একটা সময় তিনিই ছিলেন দেশের অনুর্ধ্ব-১৯ ছেলেদের ক্রিকেট দলের অধিনায়ক। সেই তাঁর বিরুদ্ধেই নাকি অভিযোগ উঠল অপহরণের! অনুর্ধ্ব-১৯ দলের প্রাক্তন অধিনায়ক বিজয় জোলের বিরুদ্ধে শুধুমাত্র অপহরণের অভিযোগ ওঠেনি, অভিযোগ উঠেছে ভয় দেখানোর। অভিযোগ উঠেছে, ভয় দেখিয়ে টাকা আদায়ের। এমন নানা গুরুত্বপূর্ণ অভিযোগ তাঁর বিরুদ্ধে এনেছেন ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারী এক ম্যানেজার তথা ব্যবসায়ী ! হিন্দুস্তান টাইমস মারাঠির এক রিপোর্ট অনুযায়ী, তথ্যটি সামনে এসেছে।
আরও পড়ুন: সেই স্পিনারের বলেই বোল্ড হয়ে অবাক কোহলি,টেকনিক নিয়ে প্রশ্ন গাভাসকরের
রিপোর্ট বলা হয়েছে, মহারাষ্ট্রের জালনায় একটি পুলিশ কেস দাখিল করা হয়েছে বিজয় জোলের বিরুদ্ধে। যেখানে ১৫ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। যার মধ্যে নাম রয়েছে বিজয় জোলেরও। রিপোর্ট অনুযায়ী, স্থানীয় এক নেতার জামাই আবার বিজয়। ফলে গোটা ঘটনায় লেগে গিয়েছে রাজনৈতিক রং-ও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের খুব ঘনিষ্ঠ শিবসেনা নেতা অর্জুন খোটকার। এই অর্জুনের জামাই হলেন বিজয়। যাঁর বিরুদ্ধে অভিযোগপত্র জমা করেছেন স্থানীয় ব্যবসায়ী কিরণ খারাত। তিনি অভিযোগ করেছেন, ক্রিপ্টোকারেন্সির কিছু লেনদেন নিয়ে জোল নাকি তাঁকে বন্দুক ব্যবহার করে ভয় দেখিয়েছেন!
আরও পড়ুন: জীবনে কোনও টার্গেট নেই, শুধু রান বানাতে চাই- দলে না সুযোগ পেয়ে দার্শনিক সরফরাজ
অভিযোগে বলা হয়েছে, বিজয় জোল এবং তাঁর ভাই ক্রিপ্টোকারেন্সিতে কিছু টাকা বিনিয়োগ করেন। যার দাম অনেকটাই পড়ে যায় হঠাৎ করে। এর পর জোল এবং তাঁর ভাই দু'জনেই খারাতের বাড়ি চলে আসেন। ভয় দেখান তাঁকে। প্রাণে মারারও হুমকি দেওয়া হয়। যদিও এই ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগকারী ম্যানেজারের বিরুদ্ধে চিটিংবাজির অভিযোগ দায়ের হয়েছে। অন্যান্য বিনিয়োগকারীয়দের ঠকানো নিয়ে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। অভিযোগে লেখা হয়েছে, খারাত এবং তাঁর স্ত্রী সাড়ে ১২ লক্ষ টাকা তাঁকে ঠকিয়ে নিয়ে নিয়েছেন। তাঁকে মিথ্যা লোভ দেখিয়ে ক্রিপ্টোতে বিনিয়োগ করে ঠকানো হয়েছে বলে অভিযোগ করা হয়। মহারাষ্ট্রের জালনার অপর এক পুলিশ স্টেশনে খারাতদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।