বাংলা নিউজ > ময়দান > আসন্ন আই লিগ মরশুমে পঞ্জাব এফসিতে বেইতিয়া!

আসন্ন আই লিগ মরশুমে পঞ্জাব এফসিতে বেইতিয়া!

জোসেবা বেইতিয়া। ছবি- আই লিগ।

গত মরশুমে মোহনবাগানের আই লিগ জয়ের অন্যতম নায়ক ছিলেন তারকা মিডফিল্ডার।

শুভব্রত মুখার্জি

শেষ মরশুমে মোহনবাগানের আই লিগ জয়ের অন্যতম নায়ক জোসেবা বেইতিয়া। কিবু ভিকুনার নেতৃত্বে যে স্প্যানিশ ব্রিগেড মোহনবাগানকে অপ্রতিরোধ্য করে তুলেছিল তার অন্যতম কারিগর তিনি। মিডফিল্ডে ভরসার অপর নাম ছিলেন তিনি। তারপর এই মরশুমে মোহনবাগান-এটিকের মার্জার হওয়ার পরে তারা খেলবে আইএসএলে।

তাই সম্ভবত সবুজ-মেরুনকে আই লিগ এনে দেওয়া জোসেবা বেইতিয়ার জার্সির রং বদলাতে চলেছে বর্তমান মরশুমে। সূত্রের খবর অনুযায়ী আই লিগের ক্লাব রাউন্ডগ্লাস পঞ্জাব এফসিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তন মিডফিল্ড জেনারেল। উল্লেখ্য, অধুনা পঞ্জাব এফসি মিনার্ভা নামেই পরিচিত ছিল।

রাউন্ডগ্লাস ক্লাবের দায়িত্ব নেওয়ার পরে বদলে যায় নাম‌। লেগেছে কর্পোরেট কালচারের ছোঁয়াও। সেট পিস থেকে গোল করা, সতীর্থদের গোলের ঠিকানা লেখা পাস বাড়ানো বল দিতে তাঁর জুড়ি মেলা ভার। সমর্থকরা তাঁকে আদর করে ‘গ্রিন অক্টোপাস’ ডাকতেন। মোহনবাগানের বর্ষসেরা ফুটবলারও হন বেইতিয়া। আই লিগে ৯টি অ্যাসিস্ট সহ ৩টি গোল করেছেন তিনি।

বন্ধ করুন