বাংলা নিউজ > ময়দান > Asia Cup 2023: ‘ভারত আসতে না চাইলে বুঝিয়ে দিতে হবে,' BCCI-কে কড়া বার্তা দিলেন এই প্রাক্তন ক্রিকেটার

Asia Cup 2023: ‘ভারত আসতে না চাইলে বুঝিয়ে দিতে হবে,' BCCI-কে কড়া বার্তা দিলেন এই প্রাক্তন ক্রিকেটার

রোহিত শর্মা এবং বাবর আজম।

এবারের এশিয়া কাপ পাকিস্তানে হবে নাকি সংযুক্ত আরব আমিরশাহিতে হবে, তা নিয়ে জল্পনা চলছেই। এবার এই সংঘাতের সুর চড়ালেন প্রাক্তন পাক ক্রিকেটার। কড়া বার্তা দিলেন তিনি।

২০২৩ এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। পাকিস্তানকে দেওয়া দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে কিনা তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। ভারত ইতিমধ্যেই জানিয়েছে পাকিস্তানে এশিয়া কাপ হলে তারা সেখানে অংশগ্রহণ করবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, পাকিস্তান থেকে সরতে পারে এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বিষয়টি নিয়ে আলোচনার জন্য গত মাসের শুরুতে বাহরিনে একটি বৈঠক করে। তবে আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। সেই বৈঠকেই বিসিসিআই সচিব জয় শাহ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠির মধ্যে বৈঠকও হয়। কিন্তু কোনও সমাধান সূত্র বের হয়নি। এবার একটি অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুর রহমান।

গত বছরের অক্টোবর মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ও এশিয়া ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ জানিয়ে দেন পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হলে তাতে অংশগ্রহণ করবে না ভারত। এশিয়ার অন্য কোনও জায়গায় টুর্নামেন্ট আয়োজনের উপর গুরুত্ব দেন তিনি। তার পরিবর্তে পাকিস্তান জানিয়ে দেয় তাদের দেশ থেকে এশিয়া কাপ সরে গেলে ভারতের অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপ বয়কট করবে তারা। বাহরিনের অনুষ্ঠিত বৈঠকের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান। তবে সেই বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ইউটিউবে নাদির আলি পডকাস্ট অনুষ্ঠানে কথোপকথনের সময় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আবদুর রহমানকে ২০২৩ এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা উচিত নয়। আইসিসি ভারতের অধীনে কাজ করে।’ সেই অনুষ্ঠানের অ্যাঙ্কর বিসিসিআইকে কটাক্ষ করেন। এবং আইসিসিকে খোঁচা দিয়ে বলেন, ‘এটা ভারতীয় ক্রিকেট কাউন্সিল।' রহমান মাথা নেড়ে বলেন, 'ঠিকই।’

আবদুর রহমান আরও বলেন, ‘আইসিসিতে যারা কাজ করছে তারা সবাই ভারতীয়। ৬০-৭০ শতাংশ তহবিলও ভারত তৈরি করে। অধিকাংশ স্পনসর ভারতের। যদি খেলা দুবাইতে হয় আমাদের যাওয়া উচিত। পাকিস্তানের অন্য কোনও বিকল্পও নেই। দুবাইতে আমরা অনেক খেলেছি। ভারত যদি সেখানে আসতে না চায় ঠিক আছে। আমাদের খেলার মাধ্যমে জবাব দিতে হবে।’

বন্ধ করুন