বাংলা নিউজ > ময়দান > ওয়েস্ট ইন্ডিজ সফরেই বাবর আজমের অগ্নিপরীক্ষা হতে চলেছে, দাবি প্রাক্তন পাক কিপারের

ওয়েস্ট ইন্ডিজ সফরেই বাবর আজমের অগ্নিপরীক্ষা হতে চলেছে, দাবি প্রাক্তন পাক কিপারের

বাবর আজম।

পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার রশিদ লতিফ মনে করছেন, ওয়েস্ট সফরের উপর বাবর আজমের অধিনায়কত্ব নির্ভর করছে। যদি সেই সফরেও খারাপ ভাল হয়, সে ক্ষেত্রে হয়তো নেতৃত্ব থেকে সরে যেতে হকে পারে তাঁকে।

অধিনায়ক হিসেবে শুরুটা ভাল করলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে পাকিস্তানের বিশ্রি পারফরম্যান্সের পর বাবর আজমকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে চলেছে। তাঁর নেতৃত্বে নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার রশিদ লতিফ মনে করছেন, ওয়েস্ট সফরের উপর বাবর আজমের অধিনায়কত্ব নির্ভর করছে। যদি সেই সফরেও খারাপ ভাল হয়, সে ক্ষেত্রে হয়তো নেতৃত্ব থেকে সরে যেতে হকে পারে তাঁকে।

একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময়ে লতিফ বলছিলেন, ‘পুরো টিমের সমর্থন রয়েছে বাবর আজমের সঙ্গে। কিন্তু এই সিরিজে (ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে) ওর পারফরম্যান্স সমর্থনযোগ্য নয়। ওরা এর আগে কিছু সিরিজ জিতেছে। এই সিরিজে ওরা খারাপ পারফরম্যান্স করেছে। কিন্তু আমাদের উচিত বাবরকে আরও একটু সুযোগ দেওয়া। এই টি-টোয়েন্টি সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফলের উপরেই বাবরের নেতৃত্ব অনেকাংশে নির্ভর করছে।’

এরই সঙ্গে লতিফ যোগ করেছেন, ‘যদি ওয়েস্ট ইন্ডিজ সফরেও খুব খারাপ পারফরম্যান্স হয়, তা হলে বাবর আজমকে সম্ভবত নেতৃত্ব ছেড়ে দিতে হবে। হয়তো ওকেই সরে যেতে বলা হবে, অথবা ও নিজে থেকেই সরে যাবে।’

শেষ বার দীর্ঘ দিন পাকিস্তানের একদিনের দলের দায়িত্বে ছিলেন সরফরাজ আহমেদ। তিনি ২০১৫-'১৯-এর মধ্যে ৫০টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করেছেন। ২০১৯ বিশ্বকাপের পর মহম্মদ হাফিজ এবং ইমাদ ওয়াসিমকে দায়িত্ব দিয়ে চেষ্টা করা হয়েছিল। তবে তাঁরা ব্যর্থ হলে আজমের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। 

একদিনের সিরিজে হারের পর, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। এবং ৩১ রানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ তারা জিতে গিয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের মুখে বড়সড় হামলার ছক, দীর্ঘ লড়াইয়ে ৪ মাওবাদীকে খতম করল পুলিশ হোলিকা দহনে এই বিশেষ জিনিসগুলি নিবেদন করুন, দাম্পত্য সম্পর্ক হবে মজবুত বঙ্গের প্রার্থী তালিকা নিয়ে বৈঠক হলেও অধরা চূড়ান্ত নাম, আর কত সময় লাগবে?‌ IPL 2024: লোকসভা নির্বাচনের আগে ধারাভাষ্যে প্রত্যাবর্তন করছেন নভজ্যোত সিং সিধু সাদা দাগ গায়েব, করবে ঝকঝক বিনা খরচে! বাথরুমের কলে লাগাতে হবে এই বিশেষ জিনিসটি Lip Care Tips: এই ৫টি টিপস ঠোঁটের কালচে ভাব দূর করবে বাংলার ডিজিপি হয়েছেন বিবেক, তাঁর দাদা বিকাশ সহায়ও ডিজিপি অন্য এক রাজ্যে! স্ত্রী সোমিকে সবার সামনে চুমু খেলেন রাখির প্রাক্তন বর আদিল! তুমুল ভাইরাল ভিডিয়ো এবার হোলিতে গ্রহণের ছায়া, সূতক কালে কি রং খেলা যাবে? জেনে নিন কী বলছে জ্যোতিষ মত 'বাংলায় বিজেপিকে ফিরতে দিয়েছে তৃণমূলই', মমতার দলকে নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.