বাংলা নিউজ > ময়দান > সচিনের ‘সেরা ইনিংস’ নিয়ে ইনজামাম জানালেন, ওকে আগে কখনও ওভাবে ব্যাট করতে দেখিনি

সচিনের ‘সেরা ইনিংস’ নিয়ে ইনজামাম জানালেন, ওকে আগে কখনও ওভাবে ব্যাট করতে দেখিনি

সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেহওয়াগ। ছবি- টুইটার।

অশ্বিনের সঙ্গে আলোচনায় প্রাক্তন পাক অধিনায়ক জানান, তাঁর দেখা তেন্ডুলকরের সেরা ইনিংস কোনটি।

হতে পারে সচিন তেন্ডুলকরের ঝুলিতে ১০০ অন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে। যার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধেই মাস্টার ব্লাস্টার ৭টি শতরান করেছেন। তবে এগুলির মধ্যে কোনওটিই পাক কিংবদন্তি ইনজামাম-উল-হকের চোখে সচিনের সেরা ইনিংস নয়। বরং ইনজি মনে করেন যে, ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা সচিনের ইনিংসটিই তাঁর দেখা সেরা।

সোশ্যাল মিডিয়ায় রবিচন্দ্রন অশ্বিন ইনজামামকে প্রশ্ন করেন সেঞ্চুরিয়নে সচিনের সেই ইনিংসটি নিয়ে। যার প্রেক্ষিতেই ইনজামাম জানান যে, তিনি আগে কখনও তেন্ডুলকরকে এমন ব্যাট করতে দেখেননি।

ইউটিউব শো 'ডিআরএস উইথ অ্যাশ' অনুষ্ঠানে অশ্বিন বলেন, ‘আমি সচিন পাজি'কেও এই প্রশ্নটা করেছিলাম। আমি আপনাকেও একই কথা জিজ্ঞাসা করছি। ২০০৩ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ছিল। পাকিস্তান প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস গড়ে তোলে। আনোয়ার সেঞ্চুরি করেন। তবে তার পর সেহওয়াগ আর সচিন পাজি দারুণ খেলে এবং ভারত ম্যাচটা জিতে যায়। ম্যাচের মাঝে আপনার কি মনে হয়েছিল যে, ভারতকে হারানোর পক্ষে যথেষ্ট ছিল পাকিস্তানের ইনিংস? নাকি কম মনে হয়েছিল?'

জবাবে ইনজামাম বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে ম্যাচ। পরিবেশ পেসারদের অনুকূল ছিল। আমাদের দলে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের মতো বোলার ছিল। সুতরাং আমরা ভেবেছিলাম যে, জয়ের জন্য আমাদের হাতে যথেষ্ট রান রয়েছে।’

পরক্ষণেই ইনজামাম স্বীকার করে নেন যে, সচিনের ৭৫ বলে ৯৮ রানের ইনিংসটিই তাঁদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যায়। ইনজির কথায়, ‘আমি বহুবার সচিনকে ব্যাট করতে দেখেছি। তবে সেই ম্যাচে সচিন যেভাবে ব্যাট করে, আগে কখনও ওকে ওরকম ব্যাট করতে দেখিনি। ওরকম পরিবেশে আমাদের পেসারদের যেভাবে সামলায় ও, এককথায় অসাধারণ।’

শেষে ইনজি বলেন, ‘আমি মনে করি যে, ওটাই সচিনের সেরা ইনিংস ছিল। ও সব চাপ ভেঙে চুরমার করে দেয়। আমাদের যথাযথ পেসারদের বিরুদ্ধে ও টপ কোয়ালিটির ইনিংস খেলে। যেভাবে বাউন্ডারি মারে ও, পরের ব্যাটসম্যানদের উপর থেকে চাপটা হালকা হয়ে যায়।’

উল্লেখ্য, সেঞ্চুরিয়নে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ২৭৩ রান তোলে। আনোয়ার ১০১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৫.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৭৬ রান তুলে ম্যাচ জিতে জায়। সচিন ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৫ বলে ৯৮ রান করে ম্যাচের সেরা হন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.