ভারতে এসে ক্রিকেটের প্রশিক্ষণ নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসারের মাখায়া এনতিনির ছেলে। এনতিনি। রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাডের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন মাখায়া এনতিনির ছেলে থান্ডো। দীনেশের হাতে তৈরি হয়েছেন রোহিত শর্মা। তাঁর প্রশিক্ষণেই ভারত পেয়েছে শার্দূল ঠাকুরের মতো তারকা ক্রিকেটারকে। সেই দীনেশ এ বার তৈরি করছেন এনতিনির ছেলে থান্ডোকে।
এনতিনির পুত্রের বয়স ২১ বছর। বাবার মতো তিনিও ডানহাতি পেসার। দক্ষিণ আফ্রিকার কেপ কোব্রার হয়ে খেলেন তিনি। জাতীয় দলে এখনও পর্যন্ত অভিষেক ঘটেনি তাঁর। বরিভলির স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশানল স্কুলে দীনেশের কাছে অনুশীলন করছেন তিনি। ভারতে বুধবার থেকে নিজের অনুশীলন শুরু করেছেন এনতিনির পুত্র।
আসলে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার এনতিনি যার নামে রয়েছে ৩৯০টি টেস্ট উইকেট। তিনি ভারতে একজন ভাল কোচের সন্ধান করছিলেন। তিনি যখন ২০২১সালে রায়পুরে দক্ষিণ আফ্রিকা কিংবদন্তিদের হয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টিতে খেলতে আসেন,তখন সাপোর্ট স্টাফের একজন সদস্য তাকে লাডের সাথে যোগাযোগ করান। তারপরেই নিজের ছেলেকে রোহিত শর্মার কোচের কাছে প্রশিক্ষণ করতে দেন এনতিনি।
লাডের সাথে প্রথম দিনের অনুশীলন শেষে থান্ডো বলেন,‘এটি খুব ভাল অভিজ্ঞতা ছিল। ঘরের কন্ডিশনগুলি খুব আলাদা।আজ আমার প্রথম দিনের অনুশীলনে সত্যিই খুশি।’মুম্বইয়ের বিভিন্ন জায়গা থেকে ক্রিকেটার খুঁজে আনেন দীনেশ। তাঁর ছেলে সিদ্ধেশ লাড খেলে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়েও। এমন একজন কোচের হাতেই তৈরি হবেন বিদেশি পেসার থান্ডো। মুম্বইয়ের কোচের কাছে অনুশীলনের ভাবনা প্রসঙ্গে থান্ডো বলেন,‘আমার খেলাকে আরও উন্নত করার জন্য এটা দরকার ছিল। বাড়িতে অফ-সিজন ছিল, তাই আমি ছুটি নেওয়ার চেয়ে বাইরে অনুশীলন করাকে বেশি পছন্দ করেছি। দেশের বাইরে ট্রেনিং করা সব সময় ভাল।’