পাকিস্তান সফরের ঠিক আগে ল্যাঙ্গারের পদত্যাগের পর প্রশ্ন উঠেছে, কে হবেন অস্ট্রেলিয়া দলের পরবর্তী কোচ? তাই খুব তাড়াতাড়িই উত্তর পেয়ে গেল ক্রিকেট অস্ট্রেলিয়া। কয়েক ঘন্টা আগেই অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করেছেন। চুক্তি ছিল জুন পর্যন্ত। কিন্তু সূত্রের খবর ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে মনমালিন্যের কারণে পদত্যাগ করেছেন ল্যাঙ্গার। পাকিস্তান সফরের ঠিক আগে ল্যাঙ্গারের পদত্যাগের পর প্রশ্ন উঠেছে, কে হবেন অস্ট্রেলিয়া দলের কোচ?
এই প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়িই দিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ল্যাঙ্গারের পদত্যাগের পরপরই প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ করল। ক্রিকেট অস্ট্রেলিয়া অফিসিয়াল টুইট করে এই কথা জানিয়েছে। ম্যাকডোনাল্ড এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান দলের সহকারী কোচ হিসাবে কাজ করছিলেন। কিন্তু, ল্যাঙ্গারের পদত্যাগের পর তার পদোন্নতি করা হয়েছে।
মার্চ মাসে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর হওয়ার কথা। এই সফরের আগে, নতুন প্রধান কোচ নিয়োগ করা কঠিন বলে মনে করা হয়েছিল। এমন পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে নিয়োগ করেছে। অস্ট্রেলিয়ার সহকারী কোচ থেকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিতে যাওয়া অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেও আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস একটা মরশুমে তাদের কোচ করেছিল। তবে এক মরশুম পরেই তাকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছিল আইপিএল- এর এই ফ্র্যাঞ্চাইজি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।