বাংলা নিউজ > ময়দান > চোখে-মুখে উৎকণ্ঠা, পাশাপাশি দাঁড়িয়ে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই উপভোগ সৌরভ-পন্টিংয়ের: ভিডিয়ো

চোখে-মুখে উৎকণ্ঠা, পাশাপাশি দাঁড়িয়ে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই উপভোগ সৌরভ-পন্টিংয়ের: ভিডিয়ো

টিভিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে চোখ সৌরভ ও পন্টিংয়ের। ছবি- দিল্লি ক্যাপিটালস।

আইপিএলের সৌজন্যে এখন একই দলের সদস্য, তবে সৌরভ ও পন্টিংয়ের মনে নিশ্চিতভাবেই ফিরে আসে পুরনো দ্বন্দ্বের স্মৃতি।

চোখে-মুখে উৎকণ্ঠার ছাপ। ঠিক যেন জাতীয় দলের ডাগ-আউটে বসে টেনশনে রয়েছে কী হয়, কী হয় ভেবে। বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে এমনই একাগ্র হয়ে ডুবে যেতে দেখা যায় ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ান ডে ম্যাচে।

একা সৌরভই নন, একই অবস্থা ছিল প্রাক্তন অজি দলনায়ক রিকি পন্টিংয়েরও। দু'দেশের প্রাক্তন অধিনায়ক পাশাপাশি দাঁড়িয়ে উদ্বেগে ছিলেন নিজের নিজের জাতীয় দলের জন্য। দিল্লি ক্যাপিটালসের সৌজন্যে সেই ছবি দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। অবশ্য ছবি বলা ভুল, ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ান ডে ম্যাচ উত্তেজক মোড় নিলে সৌরভ ও পন্টিংকে কতটা দুশ্চিন্তায় দেখা যায়, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল্লি ক্যাপিটালস।

যদিও চেন্নাইয়ে নয়, সৌরভ ও পন্টিং উপস্থিত ছিলেন নিজেদের আপিএলে ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের অন্দরমহলে। আইপিএল ২০২৩-র আগে সব দলই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। একজোট হয়েছে দিল্লির ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাও। দিল্লির কোচ পন্টিং ও ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ ইতিমধ্যেই যোগ দিয়েছেন দলের সঙ্গে। ক্যাপিটালসের ড্রেসিংরুমেই টিভিতে চলছিল ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। স্বাভাবিকভাবেই সৌরভ ও পন্টিংয়ের চোখ ছিল ম্যাচে।

আরও পড়ুন:- IND vs AUS: টানা তিন ম্যাচে শূন্য রানে আউট সূর্যকুমার, সচিন-সহ আরও ৫ ভারতীয় ক্রিকেটারের রয়েছে এমন হতাশাজনক নজির- তালিকা

যদিও ম্যাচের শেষে শেষ হাসি হাসেন পন্টিং, সৌরভকে নিশ্চিতভাবেই হতাশ হতে হয়। কেননা চেন্নাইের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ভারতকে ২১ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। সেই সঙ্গে অজিরা ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজের দখল নেয়।

আরও পড়ুন:- IND vs AUS: কুলদীপের ড্রিম ডেলিভারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোল্ড ক্যারি, শতাব্দীর অন্যতম সেরা বলের আখ্যা গাভাসকরের- ভিডিয়ো

চেন্নাইয়ে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা ৪৯ ওভারে ২৬৯ রানে অল-আউট হয়ে যায়। মিচেল মার্শ দলের হয়ে সব থেকে বেশি ৪৭ রান করেন। এছাড়া ট্রেভিস হেড ৩৩, ডেভিড ওয়ার্নার ২৩, মার্নাস ল্যাবুশান ২৮, মার্কাস স্টইনিস ২৫, সিয়ান অ্যাবট ২৬, অ্যাস্টন এগর ১৭, মিচেল স্টার্ক ১০ ও অ্যাডাম জাম্পা অপরাজিত ১০ রান করেন। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন স্টিভ স্মিথ।

জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৯.১ ওভারে ২৪৮ রানে অল-আউট হয়ে যায়। হাফ-সেঞ্চুরি করেন বিরাট কোহলি। তিনি ৫৪ রান করে আউট হন। এছাড়া রোহিত শর্মা ৩০, শুভমন গিল ৩৭, লোকেশ রাহুল ৩২, অক্ষর প্যাটেল ২, হার্দিক পান্ডিয়া ৪০, রবীন্দ্র জাদেজা ১৮, কুলদীপ যাদব ৬, মহম্মদ শামি ১৪ ও মহম্মদ সিরাজ অপরাজিত ৩ রান করেন। শূন্য রানে আউট হন সূর্যকুমার যাদব।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন