বাংলা নিউজ > ময়দান > ধোনিদের ম্যাচ ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা! বিশ্বকাপ ফাইনালে গড়াপেটার বিস্ফোরক অভিযোগ

ধোনিদের ম্যাচ ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা! বিশ্বকাপ ফাইনালে গড়াপেটার বিস্ফোরক অভিযোগ

বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের মুহূর্ত। ছবি- রয়টার্স।

তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাঙ্গাকারা ও জয়াবর্ধনে।

২০১১ আইসিসি বিশ্বকাপে গড়াপেটার বিস্ফোরক অভিযোগ আনলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দা আলুথগামাগে। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ছিলেন তিনি। তাঁর সময়েই ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা। 

দ্বীপরাষ্ট্রের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী দাবি করেন, ২০১১ বিশ্বকাপ ফাইনালের ফলাফল পূর্ব নির্ধারিত ছিল। শ্রীলঙ্কা ইচ্ছা করেই হেরেছিল ভারতের কাছে। মহিন্দানন্দার এমন অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা, যাঁর হাতেই ছিল ২০১১ বিশ্বকাপে নেতৃত্বের ব্যাটন। প্রতিক্রিয়া দিয়েছেন শ্রীলঙ্কার আর এক প্রাক্তন দলনায়ক মাহেলা জয়াবর্ধনে, যিনি ২০১১ বিশ্বকাপ দলের সিনিয়র সদস্য ছিলেন।

মহিন্দানন্দা বলেন, ‘২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে গড়াপেটা হয়েছিল। আমি যা বলছি, তার জন্য সম্পূর্ণ দায় নিচ্ছি। এটা তখন হয়েছিল, যখন আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম। দেশের স্বার্থে আমি বিস্তারিত কিছু জানাতে চাইছি না। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচটা, যেটা আমাদের জেতা উচিত ছিল, ফিক্সড ছিল। আমি দায়িত্ব নিয়েই একথা বলছি এবং এবিষয়ে বিতর্কে যেতেও রাজি। মানুষ এবিষয়ে উদ্বিগ্ন। ক্রিকেটারদের এ প্রসঙ্গে জড়াচ্ছি না।’

প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এমন অভিযোগ আনার পর সাঙ্গাকারা সংবাদ সংস্থা এপি'কে বলেন, ‘এটা খুবই গুরুতর অভিযোগ। যেহেতু উনি বলছেন যে ওনার কাছে প্রমাণ রয়েছে, তাই বুদ্ধিমানের কাজ হবে আইসিসির দুর্নীতি দমন শাখায় সেগুলি তুলে ধরা। আইসিসি তদন্ত করে জানিয়ে দেবে প্রাক্তন মন্ত্রীর দাবি ঠিক না ভুল।’

সেই ম্যাচে সেঞ্চুরি করা জয়াবর্ধনে সোশ্যাল মিডিয়ায় জানান যে, নিশ্চই নির্বাচন রয়েছে সামনে। তাই এমন সার্কাস শুরু হয়ে গিয়েছে। তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর কাছে গড়াপেটায় জড়িত ক্রিকেটারদের নাম জানতে চেয়েছেন এবং অভিযোগের স্বপক্ষে প্রমাণ দাবি করেছেন। টুইটারে তিনি লেখেন, 'সামনে কি কোনও নির্বাচন রয়েছে? মনে হচ্ছে সার্কাস শুরু হয়ে গিয়েছে। নাম ও প্রমাণ?'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন