প্রাক্তন বিশ্ব নম্বর এক এবং ২ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সিমোনা হালেপ মঙ্গলবার ক্লুজে তাঁর ঘরের ইভেন্টে প্রথম রাউন্ডে হেরে পেশাদার টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। সিদ্ধান্ত ঘোষণা করার আগে ২০২৫ সালের তাঁর প্রথম ম্যাচে ইতালির লুসিয়া ব্রোঞ্জেত্তির কাছে ৬-১, ৬-১ ব্যবধানে হেরেছিলেন। এর আগে ২০২২ সালে ডোপিংয়ের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। নির্বাসিত করেছিল ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি। ইউএস ওপেনের সময়েই তাঁর ডোপ পরীক্ষা করা হয়। দু’টি নমুনার ফলাফলই পজিটিভ এসেছিল। ৪ বছরের জন্য নির্বাসিত করা হয় তাঁকে। তবে ২০২৩ সালে আপিল করা হলে তা প্রত্যাহার করা হয়।
৩৩ বছর বয়সী এই রোমানিয়ান তাঁর হাঁটু এবং কাঁধে ব্যথার কারণে মরশুম দেরিতে শুরু করেন। হালেপ বিটি এরিনায় দাঁড়িয়ে বলেন, ‘আমি জানি না এটা দুঃখের নাকি আনন্দের। আমার মনে হয় আমি দু’টোই অনুভব করছি। তবে আমি ঠান্ডা মাথায় এই সিদ্ধান্ত নিয়েছি। আমি সবসময় নিজের প্রতি বাস্তববাদী ছিলাম।’ তিনি আরও বলেন, ‘আমার শরীর এই মুহূর্তে আগের মতো পরিশ্রম করতে দেয় না। সেই জায়গায় পৌঁছানোটা খুব কঠিন এবং আমি জানি সেই জায়গায় পৌঁছানোর অর্থটা। সেই কারণে ক্লুজে শেষবার খেলে আমি টেনিসকে বিদায় জানালাম। আমি ফিরব কিনা কে জানে, তবে এই মুহূর্তে শেষবারের মতো এখানে খেলছি। আমি কাঁদতে চাই না, এটি একটি সুন্দর মুহূর্ত, আমি বিশ্বের এক নম্বর হয়েছি, আমি গ্র্যান্ড স্ল্যাম জিতেছি, আমি যা চেয়েছিলাম তা সবই পেয়েছি। জীবন এইভাবেই চলে, টেনিসের পরেও একটা জীবন আছে।’
হালেপ তাঁর ১৯ বছরের কেরিয়ারে ২৪টি WTA শিরোপা জিতেছেন যার মধ্যে ২০১৮ সালের ফ্রেঞ্চ ওপেন এবং ২০১৯ সালের উইম্বলডন রয়েছে।তিনি আরও তিনটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলেছেন - ২০১৪ এবং ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘দীর্ঘ সময়ের জন্য কোর্ট থেকে দূরে থাকার কারণে, আমি বুঝতে পেরেছিলাম যে গত ১৫ বছর কতটা কঠিন ছিল। প্রতিদিন কঠোর পরিশ্রম করেছি। আপনি যেমনই অনুভব করেন না কেন, আপনাকে অবশ্যই নিজের সেরাটা দিতে হবে।’ হালেপ আরও বলেন, ‘হয়তো জীবনের মানে অন্য কিছু, আমি সময়ের সঙ্গে সেটা বুঝতে পেরেছিলাম। আমি এখন যতদিন বেঁচে থাকব তা উপভোগ করতে চাইব। আমি টেনিসে অনেক কিছু করেছি। আমি শান্তিতে আছি, আমি যা করেছি তাতে সন্তুষ্ট। আমি অনুভব করি এখন অন্য দিকে তাকানোর সময় এসেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।