বাংলা নিউজ > ময়দান > ২ দিন আগেই জিম শুরু, মাত্র ৩০ বছরে প্রয়াত প্রাক্তন WWE তারকা

২ দিন আগেই জিম শুরু, মাত্র ৩০ বছরে প্রয়াত প্রাক্তন WWE তারকা

সারা লি। ছবি টুইটার

মাত্র দুদিন আগেই তিনি ফের জিম করা শুরু করেছিলেন। জিম করে যথেষ্ট খুশিও ছিলেন তিনি। সেই ছবিও তিনি শেয়ার করেছেন তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। তারপরেই এমন অঘটন মেনে নিতে পারছেন না অনেকেই। ডব্লুডব্লুই ছাড়ার পরে পাওয়ারলিফ্টিংও শুরু করেন তিনি।

শুভব্রত মুখার্জি: বয়স মাত্র ৩০ বছর। যে বয়সে কার্যত একজনের জীবন সবেমাত্র শুরু হয়। সেই বয়সেই কিনা জীবন শেষ হয়ে গেল! মাত্র ৩০ বছর বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রাক্তন ডব্লুডব্লুই তারকা সারা লি। শুক্রবার অকাল প্রয়াণ হল তার। উল্লেখ্য মাত্র দুদিন আগেই তিনি ফের জিম করা শুরু করেছিলেন। জিম করে যথেষ্ট খুশিও ছিলেন তিনি। সেই ছবিও তিনি শেয়ার করেছেন তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। তারপরেই এমন অঘটন মেনে নিতে পারছেন না অনেকেই। ডব্লুডব্লুই ছাড়ার পরে পাওয়ারলিফ্টিংও শুরু করেন তিনি। ডব্লুডব্লুই সিরিজ 'টাফ এনাফ' জিতে তিনি উঠে এসেছিলেন সংবাদ শিরোনামে। তার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া ক্রীড়াজগতে।

প্রসঙ্গত ২০১৫ থেকে ২০১৬ এই সময়কালে ডব্লুডব্লুইতে খেলেছিলেন সারা লি। সেই সময়তেই তার তারকা হয়ে ওঠা। লি'র মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছেন তার মা। তিনি সোশ্যাল মিডিয়াতে একটি হৃদয়স্পর্শী পোস্ট করে জানিয়েছেন 'ভারী হৃদয়ের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের কন্যা সারা ওয়েস্টন জেসাসের (যীশু খ্রীষ্ট) সঙ্গে থাকতে চলে গিয়েছেন। আমরা অত্যন্ত মর্মাহত। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে আমরা এই শোকের সময়টা একান্তে কাটাতে পারি।'

ডব্লুডব্লুই কর্তৃপক্ষের তরফেও একটি বার্তায় শোকজ্ঞাপন করা হয়েছে 'ডব্লুডব্লুই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে সারা লি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 'টাফ এনাফের' প্রাক্তন চ্যাম্পিয়ন এই ক্রীড়া এবং এন্টারটেইনমেন্টের জগতে তিনি অনেকের কাছে অনুপ্রেরণা। তার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমাদের সমবেদনা।' সতীর্থ ডব্লুডব্লুই তারকা ওয়েস্টিন ব্ল্যাকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তাদের তিনজন সন্তানও রয়েছে। তার একসময়ের সতীর্থ কুস্তিগীররাও তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। চেলসি গ্রীন টুইট করেছেন 'কোনও টুইট বা কোনও শব্দ এই অসাধারণ মানুষটাকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয়। এই মানুষটাকে ফিরিয়ে আনার পক্ষেও যথেষ্ট নয়। আমার হৃদয় একেবারে ভেঙে গিয়েছে। ব্লেক এবং তার পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।' প্রাক্তন তারকা সারায়া লিখেছেন 'হৃদয়বিদারক দুঃখজনক ঘটনা। ওর পরিবারের প্রতি ভালোবাসা। দারুণ সুন্দর একটা মানুষ। আমি ওকে জানার সুযোগ পেয়েছিলাম। কাজ করারও সুযোগ পেয়েছিলাম।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন