ভারতীয় নির্বাচকরা মহিলা বিশ্বকাপের দল ঘোষণা করার পরেই আইসিসির ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে দুর্দান্ত কিছু রেকর্ড গড়ার হাতছানি মিতালি রাজের সামনে। আসন্ন মহিলা বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মিতালি। এমনিতেই বিশ্বকাপ-সহ ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ভারতীয় ক্যাপ্টেনের রেকর্ড ঝাঁ-চকচকে। সুতরাং বিশ্বকাপের আসন্ন সংস্করণে মাঠে নেমে তিনি ব্যক্তিগত রেকর্ড আরও কিছুটা উজ্জ্বল করার সুযোগ পাবেন।
২০২২ বিশ্বকাপে মাঠে নেমে মিতালি টুর্নামেন্টের ইতিহাসে অন্তত চারটি সর্বকালীন রেকর্ড গড়তে পারেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীরা ইতিমধ্যেই অবসর নেওয়ায় মাইলস্টোনের লক্ষ্যে একাই হাঁটতে পারবেন ভারতীয় তারকা।
১. বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহ করার রেকর্ড গড়তে পারেন মিতালি। আপাতত এই রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের ডেবি হকলির নামে। তিনি বিশ্বকাপের ৪৫টি ম্যাচের ৪৩টি ইনিংসে ব্যাট করতে নেমে ১৫০১ রান সংগ্রহ করেছেন। আপাতত মিতালির সংগ্রহে রয়েছে ১১৩৯ রান। মিতালি ৩১টি ম্যাচের ২৯টি ইনিংসে ব্যাট করতে নেমে এই রান সংগ্রহ করেছেন। সুতরাং, আরও ৩৬৩ রান সংগ্রহ করলেই রেকর্ড নিজের নামে করবেন মিতালি। এই মুহূর্তে তিনি সার্বিক তালিকার ৫ নম্বরে রয়েছেন।
২. বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি শতরান করার রেকর্ড গড়তে পারেন মিতালি। এখনও পর্যন্ত তিনি বিশ্বকাপে ২টি সেঞ্চুরি করেছেন। বিশ্বকাপে সব থেকে বেশি ৪টি করে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার জানেত ব্রিটিন ও শার্লট এডওয়ার্ডস। দু'জনে ইতিমধ্যেই অবসর নিয়েছেন। তাই আরও ২টি সেঞ্চুরি করলে দুই ব্রিটিশ তারকাকে ছুঁয়ে ফেলবেন মিতালি। ৩টি সেঞ্চুরি করলে তাঁদের টপকে নতুন রেকর্ড গড়বেন।
৩. বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়ার সুযোগ রয়েছে মিতালির সামনে। সেঞ্চুরি বাদ দিয়ে মিতালি বিশ্বকাপের মঞ্চে ৫০ রানের গণ্ডি টপকেছেন আরও ৯ বার। এই নিরিখে সবার আগে রয়েছেন হকলি। তিনি শতরান বাদ দিয়ে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকেছেন মোট ১০ বার। সুতরাং হকলিকে টপকাতে মিতালির দরকার ২টি হাফ-সেঞ্চুরি।
৪. সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি মিলিয়ে বিশ্বকাপে সব থেকে বেশি বার ৫০ রানের গণ্ডি টপকানো ব্যাটারে পরিণত হতে পারেন মিতালি। বিশ্বকাপের মঞ্চে সব থেকে বেশি ১২ বার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকেছেন হকলি। তিনি ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি করেছেন। মিতালি মোট ১১ বার এমন কৃতিত্ব অর্জন করেছেন। তিনি ২টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরি করেছেন। সুতরাং, আরও দু'বার ৫০ রানের গণ্ডি টপকালেই রেকর্ড গড়বেন ভারতীয় তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।