বাংলা নিউজ > ময়দান > নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল দলের হেড কোচ হলেন ফ্র্যাঙ্ক ডি বোয়ার

নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল দলের হেড কোচ হলেন ফ্র্যাঙ্ক ডি বোয়ার

ফ্র্যাঙ্ক ডি বোয়ার। ছবি- গেটি ইমেজেস।

২০১১-১৪ সাল পর্যন্ত টানা চার বছর আয়াক্সের ম্যানজোর হিসেবে ডাচ লিগ জিতেছেন ডি বোয়ার।

শুভব্রত মুখার্জি

সম্প্রতি রোনাল্ড কোম্যান তাঁদের জাতীয় দলের কোচিং ছেড়ে হয়েছেন বার্সেলোনার কোচ। এবার কোম্যানের ছেড়ে যাওয়া পদে, অর্থাৎ নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন আটালান্টা ইউনাইটেডের প্রাক্তন বস ফ্র্যাঙ্ক ডি বোয়ার। এখন সময়টা খুব খারাপ যাচ্ছে নেদারল্যান্ডস জাতীয় দলের। ২০১৮ সালে বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হবার পর নেদারল্যান্ডসের দায়িত্ব নিয়েছিলেন কোম্যান।

প্রসঙ্গত, কোম্যানের অধীনে নেদারল্যান্ডস ২০২০ ইউরোর মূলপর্বে ওঠা নিশ্চিত করে। প্রথমবারের মতো অনুষ্ঠিত উয়েফা নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের কাছে পরাজিত হয়ে সম্প্রতি রানার্স-আপ হয় তারা।

এবার ইউরো ২০২০’র মূল পর্বের জন্য ডি বোয়ারকে ডাচদের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১১-১৪ সাল পর্যন্ত টানা চার বছর আয়াক্সের ম্যানজোর হিসেবে ডাচ লিগ জিতেছেন ডি বোয়ার। নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের হয়ে তাঁর ভালো পারফর্ম্যান্স দেখার জন্য মুখিয়ে আছেন সকলে।

বন্ধ করুন