শুভব্রত মুখার্জি: সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের ফ্রেঞ্চ ওপেন ২০২১ মরসুমের লাল সুড়কির কোর্টে রূপকথার উপাখ্যান লেখা হয়ে গিয়েছে মাত্র কয়েকটা ঘন্টা আগে। অনেক বিশেষজ্ঞ বলছেন টেনিস ইতিহাসে প্রথম কোন তারকাকে পরপর দু’বার 'ফাইনাল' খেলে কোন গ্রান্ড স্ল্যামের ট্রফি জিততে হল। সেমিফাইনালে নাদালের বিরুদ্ধে জিততে নোভাককে লড়তে হয়েছিল চার ঘন্টার কিছু বেশি সময়। আর ফাইনালে সিসিপাসকে কাবু করতে তাকে লড়তে হল পাঁচ সেট পর্যন্ত। আর ঠিক এই কারণেই অনেকে মনে করেন 'দুটি ফাইনাল' জিতে তবেই এবার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন নোভাক। এই শিরোপা জয়ের পথে একাধিক নজির গড়েছেন তিনি। আসুন একনজরে দেখে নিন সেই পরিসংখ্যান।
১) ফ্রেঞ্চ ওপেন ২০২১ সালের খেতাব জয়ের মধ্যে দিয়ে ক্যারিয়ারের ১৯ তম গ্রান্ড স্ল্যাম জিতলেন নোভাক জোকোভিচ। রাফায়েল নাদাল (২০) ও রজার ফেডেরারের (২০) থেকে আর মাত্র একধাপ দূরে রয়েছেন তিনি।
২) ১৯ টির মধ্যে নোভাক ৯টি অস্ট্রেলিয়ান ওপেন, ২টি ফ্রেঞ্চ ওপেন, ৩ টি ইউএস ওপেন ও ৫ টি উইম্বলডনের খেতাব জিতেছেন।
৩) টেনিসের ওপেন 'এরা' অর্থাৎ যুগে তিনিই প্রথম তারকা যিনি দু’বার ক্যারিয়ার গ্রান্ড স্ল্যাম জিতলেন।
৪) তৃতীয় খেলোয়াড় হিসেবে তিনি ৪টি গ্রান্ড স্ল্যামের খেতাব সর্বনিম্ন দু’বার জেতার কৃতিত্ব অর্জন করলেন। তার আগে ১৯৬৯ সালে অর্থাৎ ৫২ বছর আগে কিংবদন্তি অজি তারকা রড লেভার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এছাড়া এই কৃতিত্ব অর্জন করেছিলেন রয় এমার্সন।
৫) নাদালকে হারানোর পরে ফ্রেঞ্চ ওপেনের খেতাব জয়ের কৃতিত্ব একমাত্র থাকল নোভাকের দখলে। এর আগে ২০১৫ সালে জোকার, নাদালকে কোয়ার্টার ফাইনালে হারালেও ফাইনালে স্ট্যান ওয়ারিঙ্কার কাছে হেরে যান। ২০০৯ সালে রবিন সডারলিঙ্ক, নাদালকে হারানোর পরে ফাইনালে রজার ফেডেরারের কাছে হেরে গিয়েছিলেন।
৬) প্রসঙ্গত ২০০৩ সালে পেশাদার টেনিস শুরুর পরে এটি জোকোভিচের ক্যারিয়ারের ৮৪তম জয়।
৭) নোভাকের ক্যারিয়ারের এটি ছিল ২৯তম মেজর ফাইনাল। নোভাকের আগে একমাত্র রয়েছেন রজার ফেডেরার। যিনি ৩১টি মেজর ফাইনালে রয়েছেন।
৮) ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে নোভাক একমাত্র ব্যক্তি যিনি নাদালকে দু’বার হারিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েছেন।
৯) এতদিন ৩১০ সপ্তাহ বিশ্বের একনম্বর স্থান ধরে রেখে নজির গড়েছিলেন রজার ফেডেরার। এবার সেই রেকর্ড ভেঙে ৩১১ সপ্তাহ একনম্বরে থাকলেন আপাতত 'অপরাজিত' রয়েছেন নোভাক।
১০) লেভার, এমার্সনের পরে একমাত্র দু’বার ক্যালেন্ডার স্ল্যামের বৃত্ত সম্পন্ন করেছেন নোভাক। যেই কৃতিত্ব রজার ফেডেরার বা রাফায়েল নাদাল কারোর নেই।