বাংলা নিউজ > ময়দান > French Open 2021: ফের অঘটন, মহিলাদের কোয়ার্টার থেকেই ছিটকে গেলেন গতবারের চ্যাম্পিয়ন সুইয়াটেক

French Open 2021: ফের অঘটন, মহিলাদের কোয়ার্টার থেকেই ছিটকে গেলেন গতবারের চ্যাম্পিয়ন সুইয়াটেক

ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন গতবারের চ্যাম্পিয়ন ইগা সুইয়াটেক (ছবি: গুগল)

এবার কোয়ার্টার ফাইনাল থেকেই ফরাসি ওপেনকে আলবিদা জানাতে হল গতবারের চ্যাম্পিয়ন ইগা সুইয়াটেক।

শুভব্রত মুখার্জি: ২০২১ ফরাসি ওপেনের লাল সুড়কির কোর্টে অঘটনের ধারা অব্যহত। রজার ফেডেরার নাম প্রত্যাহার করার পরে সেই দিনেই ছিটকে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। এবার কোয়ার্টার ফাইনাল থেকেই ফরাসি ওপেনকে আলবিদা জানাতে হল গতবারের চ্যাম্পিয়ন ইগা সুইয়াটেক। 

সুইয়াটেকের বিরুদ্ধে প্রথম সেট জেতার পরেই মারিয়া সাক্কারি, ইগার টানা ২২ সেট জয়ের নজির ভেঙে দেন। এদিন প্রথম থেকেই পোল্যান্ডের ইগা সুইয়াটেকের বিরুদ্ধে ছন্দে ছিলেন গ্রিসের মারিয়া সাক্কারি। ফিলিপ সাতিরিয়েরে স্ট্রেট সেটে সাক্কারি কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে দেন ইগা সুইয়াটেককে। খেলার ফল ইগার বিপক্ষে ৬-৪,৬-৪।

প্রসঙ্গত ২০২০ সালে ১৪টি সেটে টানা জয় পেয়েছিলেন ইগা। এই বছর প্রথম চার রাউন্ডের ম্যাচে তিনি স্ট্রেট সেটে জয় পেয়েছিলেন। প্রথম সেটে ৬-৪ ফলে হারের পরে দ্বিতীয় সেটে নিজের সবটুকু নিংড়ে দিয়েছিলেন। দ্বিতীয় সেটে একটা সময় ইগাকে বাধ্য হয়ে মেডিক্যাল টাইম আউট পর্যন্ত নিতে হয়। দ্বিতীয় সেটে একটা সময় ২-০ ফলে পিছিয়ে পড়ে পোলিশ তারকা। লড়াই চালালেও সেখান থেকে আর ফিরতে পারেননি ইগা। ফলে সাক্কারি ৬-৪ ফলে দ্বিতীয় সেট জিতে ম্যাচের জয় নিশ্চিত করেন সাক্কারি। সেমিফাইনালে সাক্কারির প্রতিদ্বন্দ্বী চেক রিপাবলিকের আনসিডেড বারবারা ক্রেসিকোভা। অপর সেমিফাইনালে রাশিয়ার ৩১তম বাছাই অ্যানাস্টেসিয়া প্যাভলিউচেনকোভা মুখোমুখি হবেন স্লোভেনিয়ার তামারা জিদাসেকের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন