বাংলা নিউজ > ময়দান > French Open 2022: ভেনাসের টানা ম্যাচ জয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি, রোলাঁ গারোয় সেমিতে উঠলেন সুইয়াটেক

French Open 2022: ভেনাসের টানা ম্যাচ জয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি, রোলাঁ গারোয় সেমিতে উঠলেন সুইয়াটেক

পেগুলাকে হারিয়ে সুইয়াটেকের উচ্ছ্বাস। ছবি- এপি। (AP)

৬-৩,৬-২ ফলে ম্যাচ জিতে নিলেন সুইয়াটেক।

শুভব্রত মুখার্জি

সাম্প্রতিক সময়ে অসাধারণ ফর্মে রয়েছেন ইগা সুইয়াটেক। সেই জয়ের ধারা অব্যাহত রেখেই তিনি পৌঁছে গেলেন চলতি ফরাসি ওপেনের মহিলা বিভাগের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন জেসিকা পেগুলাকে। মাত্র ৩৩ মিনিটেই প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন তিনি।

ফিলিপ সাঁতরিয়ে কোর্টে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা দুরন্ত ফর্মে ছিলেন। ৬-৩,৬-২ ফলে ম্যাচ জিতে নিলেন সুইয়াটেক। সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন দারিয়া কাসাটকিনার। যদি ইগা সুইয়াটেক তাঁর কেরিয়ারের দ্বিতীয় ফরাসি ওপেন জেতেন তবে ২১ তম শতাব্দীতে পরপর ম্যাচ জেতার নজির গড়ে তিনি স্পর্শ করবেন ভেনাস উইলিয়ামসকে।

টুর্নামেন্টের প্রথম বাছাই গত মঙ্গলবার ২১ বছর বয়সে পা দিয়েছেন। এই বছরেই তিনি পরপর পাচটি ডব্লুটিএ টুর্নামেন্ট জিতেছেন। যার মধ্যে চারটি জয় এসেছে ডব্লুটিএ ১০০০ প্রতিযোগিতায়। ম্যাচ শেষে সুইয়াটেক জানান, 'আমি কিছুটা নার্ভাস ছিলাম। সেটা না থাকলেই অবশ্য কেমন অদ্ভুত মনে হত। কিছু কিছু সময় চাপটা ইতিবাচক জিনিস। এই চাপ থাকার ফলে সর্বদা তৎপর ছিলাম আমি।'

বন্ধ করুন