শীর্ষস্থানীয় কার্লোস আলকারাজ এবং দুইবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ সেমিফাইনালে মুখোমুখি হতে পারেন। গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ফরাসি ওপেনের আয়োজকরা বৃহস্পতিবার টুর্নামেন্টের জন্য ড্র প্রকাশ করেছে। বিশ্বের এক নম্বর আলকারাজ বাছাইপর্বের খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচ খেলে নিজের অভিযান শুরু করবে, অন্যদিকে জকোভিচ তাঁর ২৩তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ী, প্রথম লেগে আমেরিকার আলেকজান্ডার কোভাসেভিচের মুখোমুখি হবেন।
আরও পড়ুন… রোহিত পুরানের ক্ষেত্রে যে চাল দিল ধোনি করলে সবাই ধন্য ধন্য করত- কাকে ঠুকলেন গাভাসকর?
গত বছর রেকর্ড ১৪তম বারের মতো ফ্রেঞ্চ ওপেন শিরোপা জেতা রাফায়েল নাদাল নিতম্বের চোটের কারণে এ বছর টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। ২০০৪ সালের পর প্রথমবারের মতো লাল মাটির রাজা নাদাল তাঁর প্রিয় টুর্নামেন্ট থেকে দূরে থাকবেন। এর ফাইনালে নাদালের কাছে হেরে যাওয়া ক্যাসপার রুড প্রথম লেগে কোয়ালিফায়ারের মুখোমুখি হবে এবং কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের হোলগার রুনের মুখোমুখি হবেন।
আরও পড়ুন… তরুণদের ছড়াছড়ি, তবুও পরের বছরের টি২০ বিশ্বকাপে কোহলিকে চান গাভাসকর
দানিল মেদভেদেভ, যিনি গত সপ্তাহে ইতালিয়ান ওপেনে তাঁর প্রথম ক্লে কোর্টের শিরোপা জিতেছেন, তিনি বাছাইপর্বের খেলোয়াড়ের বিরুদ্ধে তাঁর অভিযান শুরু করবেন। কোয়ার্টার ফাইনালে মেদভেদেভের মুখোমুখি হবেন ইতালির জ্যানিক সিনার। প্রথম লেগে চেক প্রজাতন্ত্রের জিরি ভেসেলির বিরুদ্ধে লড়বেন বিশ্বের পাঁচ নম্বর স্টেফানোস সিসিপাস।
আরও পড়ুন… ভিডিয়ো: একটানা ৩ মিনিট ধরে চলল ২১১ শটের একটি র্যালি! ঘোর কাটছে না ব্যাডমিন্টন বিশ্বের
কোয়ার্টার ফাইনালে আলকারাজের মুখোমুখি হবে পঞ্চম বাছাই সিসিপাস। অন্যদিকে, ডিফেন্ডিং ফ্রেঞ্চ ওপেন মহিলা একক চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর ইঙ্গা সুয়াটেক স্পেনের ক্রিস্টিনা বক্সার বিরুদ্ধে তার অভিযান শুরু করবেন। পোল্যান্ড থেকে আসা সুয়াটেক কোয়ার্টার ফাইনালে আমেরিকার কোকো গফের মুখোমুখি হতে পারে। গত বছর ফরাসি ওপেনের ফাইনালে গফকে হারিয়ে সুইয়েটেক জিতেছিলেন। বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রাইবাকিনা বাছাইপর্বের খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচ খেলে নিজের অভিযান শুরু করতে প্রস্তুত।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
চতুর্থ র্যাঙ্কের কাজাখস্তানি কোয়ার্টার ফাইনালে খেলবে উইম্বলডনের রানার আপ তিউনিসিয়ার ওন্স জাবেউরের সঙ্গে। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন এবং বিশ্ব নম্বর দুই আরিনা সাবালেঙ্কা তার প্রথম রাউন্ডে ইউক্রেনের মার্তা কস্ত্যুকের মুখোমুখি হবেন। শেষ ৮ এ বেলারুশের এই খেলোয়াড় ফ্রান্সের পঞ্চম বাছাই ক্যারোলিন গার্সিয়ার মুখোমুখি হতে পারেন। রবিবার থেকে শুরু হতে চলেছে ফ্রেঞ্চ ওপেনের মূল ড্র।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।