শুভব্রত মুখার্জি: লাল সুড়কির কোর্টে খেলা ফরাসি ওপেন গ্রান্ড স্ল্যাম বছরের পর বছর সাক্ষী থেকেছে নানা চমক, নানা অঘটনের। চলতি মরশুমের টুর্নামেন্ট ও তার ব্যতিক্রম হল না। বিশেষজ্ঞদের রীতিমতো চমকে দিয়ে মহিলা সিঙ্গেলসের ফাইনালে পৌঁছে গিয়েছেন ক্যারোলিনা মুচোভা। আর ফাইনালে তিনি মুখোমুখি হবেন শীর্ষ বাছাই ইগা সুইয়াটেকের। ক্রমতালিকায় অনেকটাই নীচে থাকা মুচোভা সেমিফাইনালে হারিয়ে দিয়েছেন অ্যারিনা সাবালেঙ্কাকে। অন্যদিকে ইগা সুইয়াটেক অপর সেমিফাইনালে সহজ জয় তুলে নিয়েছেন বিয়াট্রিজ হাদাদ মাইয়ার বিরুদ্ধে।
আরও পড়ুন… WTC Final: ওভালে কয়েক মিনিটের ব্যবধানে রেকর্ড ভাঙাগড়ার খেলায় মাতলেন বিরাট-রোহিত!
এই মুহূর্তে ক্রমতালিকায় ৪৩তম স্থানে রয়েছেন মুচোভা। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন দ্বিতীয় বাছাই অ্যারিনা সাবালেঙ্কা। তবে কোনও রকম মানসিক চাপের মধ্যে ছিলেন না মুচোভা। তা প্রকাশ পেয়েছে তার খেলাতে। কঠিন লড়াই করে জিততে হল মুচোভাকে। দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচে জিতে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন চেক রিপাবলিকের এই মহিলা টেনিস খেলোয়াড়।প্যারিসের রোঁলা গাঁরোতে বৃহস্পতিবার সেমিফাইনালে সাবালেঙ্কাকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ৭-৫ ফলে হারান মুচোভা।
আরও পড়ুন… প্রীতম কোটালের বদলে কাকে টার্গেট করছে মোহনবাগান?
শুরুর দিকে ম্যাচের দুটি সেট টাইব্রেকারে গড়ায়। স্বাভাবিকভাবেই ক্লান্ত দেখাচ্ছিল মুচোভা ও সাবালেঙ্কাকে । তৃতীয় তথা শেষ সেটে একটা সময়ে সাবালেঙ্কার থেকে ৫-২ ব্যবধানে এগিয়ে ছিলেন মুচোভা। তারপরের বাস্তবটা সকলের জানা। সবাইকে চমকে দিয়ে রথী মহারথীদের সাক্ষী রেখে ফাইনালে চলে যান মুচোভা।
আরও পড়ুন… বিপাকে দনুষ্কা গুণতিলক! অস্ট্রেলিয়াতে ধর্ষণ মামলায় শুরু বিচার
আগামী শনিবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন ইগা সুইয়াটেক এবং ক্যারোলিনা মুচোভা। দ্বিতীয় সেমিফাইনালে চতুর্দশ বাছাই ব্রাজিলের বিয়াট্রিজ হাদাদ মাইয়াকে ৬-২, ৭-৬ (৯-৭) ফলে হারালেন পোল্যান্ডের শীর্ষ বাছাই খেলোয়াড়। প্রসঙ্গত ফরাসি ওপেনের বর্তমান শিরোপাধারী সুইয়াটেক। এবার রোঁলা গাঁরোতে তাঁর কেরিয়ারের তৃতীয় শিরোপা জয়ের লড়াই লড়বেন তিনি।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
সাবালেঙ্কার হেরে যাওয়া এবং সেমিফাইনালের জয়ের ফলে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নিশ্চিত হয়েছে সুইয়াটেকের। টানা ৬২ সপ্তাহ ধরে শীর্ষে রয়েছেন ২২ বছর বয়সি পোলিশ তারকা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup