এর আগে উইম্বলডন, ইউএস ওপেন জিতেছিলেন। এবার ফ্রেঞ্চ ওপেন জয়েরও স্বাদ পেলেন কার্লোস আলকারাজ। ফাইনালে ৪ ঘণ্টা ১৯ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আলেকজান্ডার জেরেভকে হারিয়ে শেষ হাসি হাসলেন রাফায়েল নাদালের শিষ্য। পাঁচ সেটের লড়াইয়ের শেষ দু'টি সেটে অবশ্য জেরেভকে একেবারে দাঁড়াতেই দেননি স্প্যানিশ তারকা। খেলার ফল আলকারাজের পক্ষে ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১, ৬-২।
সেই সঙ্গে আলকারাজ গড়ে ফেললেন অনন্য নজির। ২১ বছর বয়সেই আলকারাজ উইম্বলডন, ইউএস এবং ফ্রেঞ্চ ওপেন- তিন ধরনের গ্র্যান্ড স্লামই জিতলেন। অর্থাৎ ক্লে, ঘাস এবং সুড়কি- এই তিন ধরনের কোর্টেই তিনি সাফল্য পেলেন। সবচেয়ে কম বয়সী তারকা হিসেবে এই নজির গড়লেন আলকারাজ। তাঁর আগে এত কম বয়সে তিন ধরনের কোর্টে কেউ গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পাননি।
আরও পড়ুন: বিরাটের জুতোর সমানও নয়… বাবরের সঙ্গে কোহলির তুলনা টানা নিয়ে সরব পাক প্রাক্তনী
এদিন পুরুষদের তৃতীয় এবং চতুর্থ বাছাইয়ের মধ্যে লড়াইটা যে সহজ হবে না, এমনটা আশা করাই হয়েছিল। একটা সময়ে তো ২-১ সেটে এগিয়েও গিয়েছিলেন জার্মানির তারকা। কিন্তু আলকারাজও দুরন্ত প্রত্যাবর্তন করেন। প্রথম সেট জয় দিয়েই অবশ্য ম্যাচের শুরুটা করেছিলেন আলকারাজ। প্রথম গেমেই জেরেভের সার্ভিস ভেঙে দেন তিনি। কিন্তু পরের গেমে পালটা আলকারাজের সার্ভিস ভেঙে ১-১ করেন জেরেভ। তৃতীয় গেমে নিজের সার্ভিস ধরে রেখে ২-১ এগিয়ে যান জেরেভ। কিন্তু আলকারাজ ঘুরে দাঁড়িয়ে ৪-৩ করে দেন। পরের গেমে নিজের সার্ভিস ধরে রেখে ৫-৩ এগিয়ে যান স্প্যানিশ তারকা। মাত্র ২০ মিনিটের লড়াইয়ে ৬-৩-এ প্রথম সেট জিতে যান আলকারাজ।
আরও পড়ুন: কোহলি, রোহিতদের সঙ্গে সমান তালে পাল্লা দেবেন বাবর, শাহিনরা- ভারত-পাক ম্যাচে কারা হতে পারেন ফ্যাক্টর?
দ্বিতীয় সেটে অবশ্য পালটা প্রত্যাঘাত করেন জেরেভ। শুরুর চারটি গেমে দুই তারকাই নিজেদের সার্ভিস ধরে রেখছিলেন। কিন্তু পঞ্চম গেমে আলকারাজের সার্ভিস ভাঙার পর, পরেরটায় নিজের সার্ভিস ধরে রাখেন জেরেভ। সপ্তম গেমে ফের আলকারাজের সার্ভিস ভাঙেন জেরেভ। ৬-২ দ্বিতীয় সেট জিতে খেলায় ফেরেন পুরুষদের চতুর্থ বাছাই।
তৃতীয় সেটে দাপট দেখাতে শুরু করেন আলকারাজ। চলে হাড্ডাহাড্ডি লড়াই। একটা সময়ে নিজের সার্ভিস ধরে রাখার পাশাপাশি জেরেভের সার্ভিস ভেঙে ৫-২ এগিয়ে গিয়েছিলেন আলকারাজ। অষ্টম গেমে জেরেভ নিজের সার্ভিস ধরে রাখেন। তার পরেই পরপর চারটি গেম জিতে ম্যাচের রং বদলে দেন জেরেভ। ৩-৫ পিছিয়ে থাকা অবস্থা থেকে ৭-৫-এ তৃতীয় সেট জিতে যান জেরেভ।
আরও পড়ুন: রেকর্ড গড়ে দু'শোর উপর স্কোর অজিদের, ওয়ার্নাদের কাছে ৩৬ রানে হেরে চাপে পড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা
তবে পরপর দু' সেট হেরে পিছিয়ে পড়ে যেন দ্বিগুণ তেতে যান আলকারাজ। তিনি এর পর দুরন্ত প্রত্যাবর্তন করেন। চতুর্থ সেটের শুরুতেই জেরেভের সার্ভিস ভেঙে দেন তিনি। পর পর চারটি গেম জেতেন আলকারাজ। ঝড়ের গতিতে ৬-১ চতুর্থ সেট পকেটে পোড়েন। পঞ্চম সেটেও আলকারাজ একই আগ্রাসী মনোভাব বজায় রাখেন। অন্য দিকে পরের দিকে জেরেভকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। সেই সুযোগেই তাঁর সার্ভিস দু'বার ভেঙে দেন আলকারাজ। শেষ পর্যন্ত ৬-২ পঞ্চম সেট জিতে নিজের প্রথম ফরাসি ওপেন জিতে নেন নাদালের শিষ্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।