বাংলা নিউজ > ময়দান > French Open 2024: রোলাঁ গারোর রানি শিয়নটেকই, পায়োলিনিকে উড়িয়ে ফরাসি ওপেনে হ্যাটট্রিক শিয়নটেকের, ছুঁলেন ১৭ বছর আগের নজির

French Open 2024: রোলাঁ গারোর রানি শিয়নটেকই, পায়োলিনিকে উড়িয়ে ফরাসি ওপেনে হ্যাটট্রিক শিয়নটেকের, ছুঁলেন ১৭ বছর আগের নজির

রোলাঁ গারোর রানি শিয়নটেকই, পায়োলিনিকে উড়িয়ে ফরাসি ওপেনে হ্যাটট্রিক শিয়নটেকের, ছুঁলেন ১৭ বছর আগের নজির। ছবি: রয়টার্স

Iga Swiatek wins third successive French Open title: এর আগে মহিলাদের টেনিসে জাস্টিন হেনিন ২০০৫, ২০০৬ এবং ২০০৭ সালে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই নজিরই এবার স্পর্শ করলেন শিয়নটেক। তিনি ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে টানা ৩ বার ফরাসি ওপেন জিতলেন। সব মিলিয়ে মোট ৪ বার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হলেন তিনি।

টানা তৃতীয় বার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়ে নজির গড়ে ফেললেন পোল্যান্ডের ইগা শিয়নটেক। রোলাঁ গারোর ফাইনালে ইতালির জেসমিন পায়োলিনিকে স্ট্রেট সেটে একেবারে খড়কুটোর মতোই উড়িয়ে দিলেন শিয়নটেক। ৬৭ মিনিটের লড়াইয়ে ফাইনালের ফল শিয়নটেকের পক্ষে ৬-২, ৬-১।

সেই সঙ্গে ফরাসি ওপেনে শিরোপা জয়ের হ্যাটট্রিক করে ফেললেন শিয়নটেক। এই নিয়ে ক্যারিয়ারে পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন পোল্যান্ড কন্যা। ওপেন এরায় এত কম ম্যাচে কোনও মহিলা টেনিস প্লেয়ার এর আগে পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি।

আরও পড়ুন: এত চাপ থাকে, সেক্স তো… চাঞ্চল্যকর দাবি KKR-এর সহকারী কোচের

এর আগে মহিলাদের টেনিসে জাস্টিন হেনিন ২০০৫, ২০০৬ এবং ২০০৭ সালে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছিলেন। সেই নজিরই এবার স্পর্শ করলেন শিয়নটেক। তিনি ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে টানা তিন বার ফরাসি ওপেন জিতলেন। সব মিলিয়ে মোট চার বার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হলেন ইগা শিয়নটেক। ২০২০ সালেও তিনি ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচ শুরুর আধ ঘণ্টার মধ্যে নামতে পারে ঝেঁপে বৃষ্টি, ভেস্তে গেলে কপাল পুড়বে বাবরদের

ফাইনালে অবশ্য ধারেভারে পায়োলিনির চেয়ে বরাবরই অনেকটাই এগিয়ে ছিলেন শিয়নটেক। তবে তিনি যে এতটা এক তরফা ভাবে ম্যাচ জিতে নেবেন, তা ভাবতে পারেননি কেউই। লাল সুড়কির কোর্টে বরাবরই দাপট দেখান ইগা শিয়নটেক। এর আগে রোলাঁ গারোয় ৩৬টি ম্যাচের মধ্যে ৩৪টিতেই জিতেছিলেন তিনি। শেষ তিনটি ম্যাচে মাত্র আটটি গেমে হেরেছেন। আর এবার যেন সব কিছু ছাপিয়ে গেলেন। অনভিজ্ঞ পায়োলিনি টিকতেই পারলেন না ইগার সামনে। পুরো কেঁপে গেলেন ইতালির প্লেয়ার।

আরও পড়ুন: নিউইয়র্কের পিচের কারণে তারকা বোলারকে একাদশের বাইরে রাখতে বাধ্য হতে পারেন রোহিতরা

প্রথম বার গ্ল্যান্ড স্লামের ফাইনাল খেলতে নেমেছিলেন পায়োলিনি। তাঁর অভিজ্ঞতার অভাবই ডোবাল তাঁকে। তাও প্রথম সেটের তৃতীয় গেমে শিয়নটেকের সার্ভিস ব্রেক করে আশা জাগিয়েছিলেন পায়োলিনি। কিন্তু ওইটুকুই। এর পর পোলিশ তারকা যেন তাঁর উপর চড়াও হয়। পরের গেমেই পায়োলিনির সার্ভিস ভাঙেন ইগা শিয়নটেক। এর পর আর ফিরে তাকাতে হয়নি শিয়নটেককে। ম্য়াচে তাঁর যত দাপট যত বেড়েছে, তত খেই হারাতে শুরু করেন পায়োলিনি। তিনি বুঝতেই পারছিলেন না খেলার গতি কী ভাবে নিয়ন্ত্রণ করবেন! প্রথম সেটে ২-৬ হারেন পায়োলিনি।

দ্বিতীয় সেটে তো পায়োলিনিকে একেবারেই দাঁড়াতে দেননি শিয়নটেক। টানা পাঁচটি গেম জেতেন তিনি। ষষ্ঠ গেমে পায়োলিনি নিজের সার্ভিস ধরে রাখলেও, ততক্ষণে ম্যাচের ফল নির্ধারিত হয়ে গিয়েছে। সপ্তম গেমে নিজের সার্ভিস ধরে রেখে টানা তৃতীয় বার রোলাঁ গারোর রানি হলেন শিয়নটেক। সেই সঙ্গে হল ইতিহাসও।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.