শুভব্রত মুখার্জি: ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে সহজ জয় ছিনিয়ে নিলেন শীর্ষ বাছাই ইগা শিয়নটেক। গত বারের চ্যাম্পিয়ন সেমিফাইনালে কোকো গফকে স্ট্রেট সেটে কার্যত উড়িয়েই দিলেন। ৬-২, ৬-৪ ব্যবধানে হারালেন তিনি। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ১২তম বাছাই জেসমিন পায়োলিনি।
পোল্যান্ডের শিয়নটেক লাল সুড়কির কোর্টে এই নিয়ে টানা তিন ফাইনালে উঠলেন। তার মধ্যে শেষ দু'বার চ্যাম্পিয়নও হয়েছেন। ২০২০ সালে তিনি প্রথম বার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার পর ২০২২ এবং ২০২৩ সালে পরপর চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এবার শিয়নটেকের লক্ষ্য থাকবে টানা তৃতীয় বার শিরোপা জিতে হ্যাটট্রিক করার। সেই লক্ষ্যপূরণ থেকে আর এক ধাপ দূরে রয়েছেন তিনি।
পোল্যান্ডের এই তারকা শেষ ৫ বছরের রোলাঁ গারোতে জিততে পারেন তাঁর চতুর্থ শিরোপা। আর তাঁর কেরিয়ারে রয়েছে পঞ্চম শিরোপা জয়ের সুযোগ । প্রসঙ্গত এর আগে পোলিশ তারকা জিতেছেন তিনটি ফরাসি ওপেন এবং একটি ইউএস ওপেন। বৃহস্পতিবার সেমিফাইনালে আমেরিকা যুক্তরাষ্ট্রের কোকো গফ ৬-২, ৬-৪ গেমে হেরে যান ইগার কাছে। কার্যত কোনও রকম কোনও প্রতিরোধ তিনি গড়ে তুলতে পারেননি। এদিন প্রথম সেটে গফ দাঁড়াতেই পারেননি। দ্বিতীয় সেটে গফকে হারাতে তাঁকে একটু বেগ পেতে হলেও কোন সমস্যার সম্মুখীন হননি।
২০০৭ সালে জাস্টিন হেনিনের পর এই প্রথম কোন মহিলা খেলোয়াড় হিসেবে টানা তিন বছর ফরাসি ওপেন জয়ের নজিরের সামনে দাঁড়িয়ে ইগা। ফাইনাল ম্যাচে তাঁর প্রতিপক্ষ হিসেবে তিনি পেতে চলেছেন ইতালির জেসমিন পায়োলিনিকে। মহিলা সিঙ্গলসের অন্য সেমিফাইনালে সহজ জয় পেয়েছেন দ্বাদশ বাছাই ইতালির পায়োলিনিও। অবাছাই মিরা আন্দ্রিভাকে তিনি উড়িয়ে দিলেন ৬-৩, ৬-১ ব্যবধানে। আন্দ্রিভাও কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি পায়োলিনির সামনে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।