শুভব্রত মুখার্জি: বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী গ্রান্ড স্ল্যাম টুর্নামেন্ট ফরাসি ওপেন। লাল সুড়কির কোর্টে সেরা হওয়ার লড়াই শুরু হবে আর কয়েকদিন পরেই। এবারের প্রতিযোগিতায় মূলপর্বে খেলার সুযোগ পেয়েছেন ভারতীয় তারকা সুমিত নাগাল। এই মুহূর্তে ভারতের সেরা সিঙ্গেলস তারকা সুমিত। তবে সুমিতের অভিযান শুরুতেই পড়েছে বেশ কঠিন প্রতিপক্ষ। প্রথম রাউন্ডেই রাশিয়ার প্রতিযোগি ক্যারেন কাচানভের মুখোমুখি হতে হবে সুমিতকে। এই মুহূর্তে আইটিএফ কতৃক প্রকাশিত যে ক্রমতালিকা রয়েছে তাতে ১৮ নম্বর স্থানে রয়েছেন ক্যারেন কাচানভ। ফলে লড়াই সুমিতের জন্য যে অত্যন্ত কঠিন হবে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন… IPL 2024 RR vs SRH: ম্যাচ হারলেও সঞ্জুর গলায় সন্দীপের প্রশংসা! তুলনা করলেন বুমরাহর সঙ্গে
রবিবার সুমিত তাঁর প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে নামবেন।এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ৯৪ নম্বরে রয়েছেন তিনি।ভারতীয়দের মধ্যে সবথেকে ভালো রাঙ্কিং রয়েছে তাঁর। আর এই কারণেই তিনি গ্রান্ড স্ল্যামের মূলপর্বে সরাসরি খেলার সুযোগ পেলেন। তাঁকে কোনরকম কোয়ালিফায়ার খেলতে হয়নি। বিভিন্ন ট্যুরে ধারাবাহিক পারফরম্যান্স করার সুফল পেয়েছেন সুমিত বলা যায়। ফলে ২০১৯ সালের পরে প্রথম ভারতীয় হিসেবে ফরাসি ওপেনে সরাসরি খেলার সুযোগ পেলেন সুমিত।
আরও পড়ুন… IPL 2024 Qualifier 2: বুদ্ধি না থাকলে প্রতিভা কোনও কাজে আসে না- রিয়ান পরাগের উপর চটলেন সুনীল গাভাসকর
এর আগে ভারতীয়দের মধ্যে শেষবার ২০১৯ সালে ফরাসি ওপেনে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন প্রজেশ গুনশ্বেরন।আর এর পাঁচ বছর বাদে ফের সেই সুযোগ পেলেন সুমিত। সাম্প্রতিক সময়ে খুব একটা ফর্মে নেই সুমিত নাগাল। তিনি বোরডোঁ চ্যালেঞ্জার্স হেরেছেন প্রথম রাউন্ডে। পাশাপাশি জেনেভা ওপেনে ও ঘটেছিল সেই এক ঘটনা। অন্যদিকে এই টুর্নামেন্টে নামার আগে কাচানভ দারুন ফর্মে রয়েছেন।
আরও পড়ুন… IPL 2024 Final-এ KKR-কে হারিয়েই হবে SRH-এর আসল সেলিব্রেশন: শাহবাজ আহমেদের হুঙ্কার
গত বছর ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন তিনি। এই বছর ফেব্রুয়ারি মাসে কাতার ওপেন ২৫০ টুর্নামেন্টটি জিতেছেন তিনি। এই মরশুমে তিনি এখন পর্যন্ত ২১ টি ম্যাচ জিতেছেন।হেরেছেন মাত্র সাতটি ম্যাচে। ফলে কাচানভের বিরুদ্ধে স্কিলের লড়াইয়ের পাশাপাশি ধৈর্য্যের লড়াই ও লড়তে হবে। আক্রমণ,প্রতি আক্রমণে ম্যাচ জমাতে হবে। তবেই এই ম্যাচ জিতে ফরাসি ওপেনে নিজের ছাপ ফেলতে পারবেন সুমিত নাগাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।