প্রথম সেট খুইয়ে পিছিয়ে পড়েছিলেন। যদিও অঘটনের কোনও সুযোগ দেননি বিশ্বের এক নম্বর তারকা। কোয়ার্টার ফাইনালে স্পেনের পাবলো কারেনো বুস্তাকে ৩ ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে হারিয়ে ফরাসি ওপেনের শেষ চারে জায়গা করে নিলেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। ম্যাচের ফল জোকারের অনুকূলে ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৪।
এই নিয়ে মোট ১০ বার রোলাঁ গারোয় সেমিফাইনালে উঠলেন সার্বিয়ান তারকা। শেষ চারে ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা মুখোমুখি হবেন গ্রিসের স্টেফানোস সিসিপাসের।
সিসিপাস এই প্রথমবার ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন। কোয়ার্টার ফাইনালে তিনি আন্দ্রেই রুবলেভকে ৭-৫, ৬-২, ৬-৩ সেটে পরাজিত করেন। এই নিয়ে মোট দু'টি মেজর টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেন সিসিপাস। এর আগে গত বছর তিনি অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন।
জকোভিচ এর আগে চার বার ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন। ২০১৬ সালে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া দু'বার তাঁকে হারতে হয়েছে নাদালের কাছে। একবার খেতাবি লড়াইয়ে নোভাককে পরাজিত করেন ওয়ারিঙ্কা। এবারও সেমিফাইনালে অঘটন না ঘটলে খেতাবি লড়াইয়ে নাদালের মুখোমুখি হতে হবে তাঁকে।
রাফায়েল অপর সেমিফাইনালে মুখোমুখি হবেন আর্জেন্তিনার দিয়গো সোয়ার্ৎজম্যানের, যিনি এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।