বাংলা নিউজ >
ময়দান >
জাভেদ মিয়াঁদাদ থেকে নাসিম শাহ, দেখুন পাঁচ পাক নায়কের শেষ বলে ছক্কা মারার ভিডিয়ো
1/7
জাভেদ মিয়াঁদাদ থেকে নাসিম শাহ, দেখুন পাঁচ পাক নায়কের শেষ বলে ছক্কা মারার ভিডিয়ো
Updated: 08 Sep 2022, 07:07 PM IST
লেখক Sanjib Halder
২০২২ এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ বলে ছক্কা মেরে পাকিস্তানকে জয়ী করে নায়ক হয়ে উঠেছেন নাসিম শাহ। তবে নাসিমই প্রথম এমনটা করেননি। এর আগে জাভেদ মিয়াঁদাদ থেকে শাহিদ আফ্রিদি সকলেই এমনটা করেছেন। দেখে নিন সেই সব ঘটনার ভিডিয়ো।
2/7
২০২২ এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ বলে ছক্কা মেরে পাকিস্তানকে জয়ী করে নায়ক হয়ে উঠেছেন নাসিম শাহ। তবে নাসিমই প্রথম এমনটা করেননি। এর আগে জাভেদ মিয়াঁদাদ থেকে শাহিদ আফ্রিদি সকলেই এমনটা করেছেন। দেখে নিন সেই সব ঘটনার ভিডিয়ো। (ছবি-এএফপি)
#OnThisDay in 1992 - Asif Mujtaba hit Steve Waugh for six from the final ball of Pakistan's World Series match against Australia at Hobart to earn a tie.pic.twitter.com/PqUUPUHBMJ