বাংলা নিউজ > ময়দান > পি টি উষার কোচ থেকে প্যারা-অ্যাথলিট - কোন কোন ক্রীড়াবিদরা পেলেন পদ্ম পুরস্কার?

পি টি উষার কোচ থেকে প্যারা-অ্যাথলিট - কোন কোন ক্রীড়াবিদরা পেলেন পদ্ম পুরস্কার?

মাধবন নাম্বিয়ার (বাঁদিকে) এবং কে ভি ভেঙ্কটেশ (প্যারা-অ্যাথলিট) (ছবি সৌজন্য টুইটার)

মৌমার সৌজন্যে নতুন বছরের শুরুতেই বাংলার খেলাধুলোর জগতে এখন খুশির হাওয়া।

শুভব্রত মুখার্জি

এবার পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করল ভারত সরকার। ঘোষিত তালিকায় ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন খেলার সাতজন জায়গা করে নিয়েছেন। পদ্মশ্রী পেয়েছেন ঘরের মেয়ে মৌমা দাস। যে সাত ক্রীড়াবিদ এই তালিকায় জায়গা করে নিয়েছেন, তা দেখে নিন একনজরে -

১) মৌমা দাস (টেবিল টেনিস)

২) সুধা সিং (অ্যাথলেটিক্স)

৩) মাধবন নাম্বিয়ার (অ্যাথলেটিক্স, পি টি উষার কোচ)

৪) অনিথা পলদুরাই ( বাস্কেটবল)

৫) বীরেন্দ্রর সিং ( কুস্তিগির)

৬) অনসু জামসেনপা (পর্বতারোহী)

৭) কে ভি ভেঙ্কটেশ (প্যারা-অ্যাথলিট)

মৌমার সৌজন্যে নতুন বছরের শুরুতেই বাংলার খেলাধুলোর জগতে এখন খুশির হাওয়া। দেশের বাকি ছয় ক্রীড়াবিদের সাথে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মৌমা দাস। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আপ্লুত বাংলার মহিলা টেবিল টেনিস খেলোয়াড়।

মৌমা জানান, নিয়ম মোতাবেক পদ্ম-পুরস্কারের ফর্ম পূরণ করে পাঠিয়েছিলেন। তবে কল্পনাও করতে পারেননি যে প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় তাঁর জন্য এত বড় সুখবর অপেক্ষা করে আছে। সেই খবর পাওয়ার পর মৌমা জানান, ২০১৯ সালের ডিসেম্বরে মা হয়েছেন তিনি। তারপর থেকে তাঁর জীবনে একাধিক সুখবর এসেছে। মাতৃত্বের পর মেয়েই আবারও বোর্ডে ফিরতে অনুপ্রাণিত করেছে। তাই ‘ভাগ্যের দিশারী’ মেয়েকেই পদ্মশ্রী উৎসর্গ করেছেন ৩৬ বছরের টিটি তারকা।

একইসঙ্গে বাবা, মা, কোচ, স্বামী এবং শ্বশুরবাড়ির পরিজনদেরও ধন্যবাদ জানিয়েছেন মৌমা। ছোটোবেলায় দুষ্টুমিতে লাগাম দিতে যে মৌমাকে টেবিল টেনিসে ভরতি করেছিল কলকাতার দাস পরিবার। কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে মেডেল জয়ী জানান, তাঁর বর্ণময় কেরিয়ারে পরিজন, কোচ - কারও অবদান ভোলার নয়। তাঁদের পাশে পেয়েই আজ এই শিখরে পৌঁছাতে পেরেছেন বলে জানিয়েছেন। যিনি ১৯৯৭ সালে আন্তর্জাতিক স্তরে টেবিল টেনিসের আঙিনায় প্রবেশ করেন। খেলেছেন ২০০৪ এবং ২০১৮ সালের অলিম্পিকে। একাধিকবার বিশ্ব টেবিল টেনিল চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালে মালয়েশিয়া যে ভারতীয় মহিলা দল সোনা জিতেছিল, সেই দলের সদস্য ছিলেন মৌমা। ২০১৩ সালে জিতেছেন অর্জুন পুরস্কারও।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.