শুভব্রত মুখার্জি: সম্প্রতি নেপালের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানেকে নতুন অধিনায়ক করে সিনিয়র দলের দায়িত্ব দিয়েছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিশ্ব ক্রিকেটের মঞ্চে নেপালের সবচেয়ে বড় বিজ্ঞাপনী মুখ লামিচানে। এবার তিনি জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার পরবর্তীতে বিশ্বের দরবারে নেপাল ক্রিকেটকে যে এক শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন তা বলাই বাহুল্য। সেই লক্ষ্যেই তার ভবিষ্যৎ পরিকল্পনা তথা ইচ্ছের কথা জানিয়েছেন সন্দীপ লামিচানে। ভবিষ্যতে জাতীয় দলের টেস্ট স্ট্যাটাস পাওয়া, বোর্ড - ক্রিকেটার দ্বন্দ মেটানোই তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন লামিচানে।
ক্রিকেটের প্রতি যে আগ্রহ আরও বাড়বে তা বলাই বাহুল্য। বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নিজের চতুর্থ মরশুমে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলতে ব্যস্ত লামিচানে। উল্লেখ্য জ্ঞ্যানেন্দ্র মাল্লার বদলে নতুন অধিনায়ক হিসেবে ২১ বছর বয়সী এই লেগস্পিনার দায়িত্ব নেন জাতীয় দলের। প্রসঙ্গত গত সেপ্টেম্বরে নিজের সর্বশেষ দুই ওয়ানডে ম্যাচেও জোড়া ফিফটি করেছেন মাল্লা। পরবর্তী সময়ে বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি বিষয়ক বিরোধের ফলে তাকে সরতে হয়েছে। মাল্লা ছাড়াও সহ অধিনায়ক হিসেবে দীপেন্দ্র সিং আইরেরকেও সরানো হয়েছে। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও ২০১৭ সালের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিশ্বকাপ বাছাইয়ে অধিনায়কত্ব করেছিলেন লামিচানে। সদ্য শেষ হওয়া এভারেস্ট প্রিমিয়ার লিগে কাঠমান্ডু কিংস এলেভেনেরও অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে বিগ ব্যাশ খেলতে ব্যস্ত থাকা লামিচানে জানিয়েছেন ‘দেশকে নেতৃত্ব দেওয়া সবসময় গর্বের বিষয়। বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে এখনও অনেক কিছু হয়ে চলেছে। নেপাল ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে হলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি কঠিন সময়ের মধ্যে দিয়েও দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই সময় থেকে বের করতে আমাদের কাছে কেউ এগিয়ে আসবে না। মাল্লা এবং আইরের নেপাল দলের অন্যতম দুই স্তম্ভ। আশা করি এই কঠিন সময় আমরা কাটিয়ে উঠতে পারব। আমি দেশের হয়ে একদিন বিশ্বকাপ খেলার ইচ্ছা রাখি। একদিন আমরা টেস্ট খেলিয়ে দেশ হব সেই স্বপ্ন দেখি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।