দোহায় ২০২২ ওয়ার্ল্ড টেবল টেনিস কন্টেন্ডার প্রতিযোগিতায় ভারত জোড়া পদক জিতল। তবে মিক্সড ডাবলস ফাইনাল হেরে হতাশ করলেন মনিকা বাত্রা এবং জি সাথিয়ান। রুপোতেই সন্তুষ্ট থাকতে হল এই জুটিকে। এই প্রতিযোগিতাতেই পুরুষ সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছেন ভারতের তারকা প্যাডলার শরথ কমল।
মিক্সড ডাবলস ফাইনালে মণিকারা প্রতিযোগিতার শীর্ষ বাছাই চাইনিজ তাইপেইয়ের লিন য়ুন জু – চেঙ ই চিঙ জুটির মুখোমুখি হয়েছিলেন। ফাইনালে জু – চিঙের সামনে তৃতীয় বাছাই মনিকা – সাথিয়ান কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নেয় চাইনিজ তাইপেই জুটিই। ম্যাচের ফল ৪-১১, ৫-১১, ৩-১১। এর ফলে ওয়ার্ল্ড টিটি কন্টেন্ডারে মনিকা–সাথিয়ানের স্বপ্নের দৌড় থামল রুপোতেই।
পুরুষ সিঙ্গলস সেমিফাইনালে চীনের য়ুয়ান লিসেনের মুখোমুখি হয়েছিলেন ভারতের বর্ষীয়ান প্যাডলার শরথ কমল। রুদ্ধশ্বাস লড়েও শেষ চারের ম্যাচে শরথকে হারের মুখ দেখতে হয়েছে। ৩-৪ ব্যবধানে হারের মুখ দেখে ভারতীয় তারকা শেষ চার থেকেই বিদায় নিলেন। ম্যাচের সম্পূর্ণ ফল ৫-১১, ১১-৮, ৬-১১, ১১-৭, ১১-৫, ১০-১২, ৯-১১। সেমিফাইনাল হারায় ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে শরথকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।