শুভব্রত মুখার্জি: ফুটবলের আসন্ন মরশুমের ট্রান্সফার মার্কেটে দীর্ঘদিন ধরে একটা গুঞ্জন ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে ঘিরে। আসন্ন বিশ্বকাপে শুরুর আগেই প্রিমিয়র লিগে তার দীর্ঘদিনের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিকে আলবিদা জানালেন তিনি। গুঞ্জনকে সত্যি করে সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আর্সেনালে যোগ দিচ্ছেন এই ব্রাজিলীয় তারকা গ্যাব্রিয়েল জেসুস।
সদ্য শেষ হয়া মরশুমে 'গানার্সরা' খুব একটা ভালো ফল করতে পারেনি। এমন আবহেই পিয়েরে-এমেরিক অবামেয়াং এবং আলেকসান্দ্রো লাকাজেত মরশুম শুরুর আগেই আর্সেনাল ছাড়েন। ফলে কিছুটা হলেও দুর্বল হয় আর্সেনালের ফরোয়ার্ড লাইন। জেসুস আসার পর ফরোয়ার্ড সংকটে ভুগতে থাকা দলটির সংকটের সমাধান হবে বলে আশা বিশেষজ্ঞদের।
ফুটবল বিশ্বে বিশেষ করে ইউরোপীয় ফুটবল বিশ্বে দল বদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন সাড়ে ৪ কোটি পাউন্ডের বিনিময়ে ম্যানসিটি থেকে জেসুসকে দলে নিচ্ছে আর্সেনাল। যদিও আর্সেনালের তরফে টাকার অঙ্ক বা চুক্তির অন্য কোনও বিষয় সম্বন্ধে অফিসিয়াল কোনও তথ্য দেয়নি। ২০২৭ সাল পর্যন্ত আর্সেনালের সঙ্গে চুক্তি করছেন এই ব্রাজিলীয় বলে খবর।
সাড়ে ৫ বছর আগে পালমেইরাস থেকে সিটিতে যোগ দিয়েছিলেন জেসুস। আগামী মরশুমে সিটিতে হয়ে খেলতে দেখা যাবে এই মুহূর্তে ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা আর্লিং হালান্ড ও আর্জেন্টাইন তরুণ জুলিয়ান আলভারেজকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।