বাংলা নিউজ > ময়দান > সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে ব্রাত্য অশ্বিন, হতবাক গম্ভীর-নেহরারা

সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে ব্রাত্য অশ্বিন, হতবাক গম্ভীর-নেহরারা

রবিচন্দ্রন অশ্বিন। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)

শেষবার রঙিন জার্সিতে দেশের হয়ে অশ্বিন প্রতিনিধিত্ব করেছেন ২০১৭ সালে।

শুভব্রত মুখার্জি

ভারতীয় জাতীয় টেস্ট দলে রবিচন্দ্রন অশ্বিন প্রথম একাদশের নিয়মিত সদস্য। তবে সীমিত ওভারের ক্রিকেটে প্রথম একাদশে বহুদিন হল তিনি সুযোগ পান না। শেষবার রঙিন জার্সিতে দেশের হয়ে অশ্বিন প্রতিনিধিত্ব করেছেন ২০১৭ সালে।

২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে খেলার পরে আর তিনি সীমিত ওভারের দলে জায়গা পাননি। ওই সময় অশ্বিন সীমিত ওভারের ফরম্যাটে একেবারেই ভালো পারফর্ম করতে পারছিলেন না। সেই কারণে অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে দলের বাইরে চলে যেতে হয়। তাঁর বদলে দলে জায়গা পান কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালরা। তাঁরা অশ্বিনের বদলে জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে যান। সাম্প্রতিককালে টেস্টে দুরন্ত পারফরম্যান্স করলেও সীমিত ওভারের ক্রিকেটে যে এখনই তাঁকে ফেরানোর পরিকল্পনা নেই টিম ম্যানেজমেন্টের, তা টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দল নির্বাচনেই স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই।

আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলতে নামার আগেই সীমিত ওভারের ক্রিকেটে ফের অশ্বিনকে ব্রাত্য রাখায় মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর, আশিস নেহরারা।

এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, 'যে ৪০০ টেস্ট উইকেটের নেওয়ার মুখোমুখি দাঁড়িয়ে, পাঁচটি টেস্ট শতরান করেছেন, তাঁকে সীমিত ওভারের ক্রিকেট থেকে বাদ দেওয়া দুর্ভাগ্যজনক। অশ্বিন একজন অসাধারণ বোলার। ওর বোলিংয়ের সূক্ষ্ম বৈচিত্র্য রয়েছে। ওর বোলিংয়ের মাধ্যমে যেভাবে ও ম্যাচে প্রভাব ফেলে তা এককথায় অনবদ্য‌।'

গম্ভীরের মতকে সমর্থন বলেছেন প্রাক্তন ক্রিকেট তারকা আশিস নেহরা। তিনি জানিয়েছেন, 'ঘরের মাঠে বল হাতে অশ্বিনের পারফরম্যান্স দুরন্ত। হোম কন্ডিশনে খেলার সময়ে যেভাবে ও অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস নিয়ে খেলে সেখানেই ও বাকিদের সঙ্গে তফাৎ গড়ে দেয়।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.