সাত জুলাই। ক্যালেন্ডারে দিনটা এলেই সেই বিখ্যাত লাইনটা ভেসে ওঠে - ‘ধোনি ফিনিশেশ অফ ইন স্টাইল।’ এবারও মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে ব্যতিক্রম হয়নি। তা নিয়ে যেন এবার বার্তা দিলেন গৌতম গম্ভীর। ফেসবুকে ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের ছবি পোস্ট করলেন। তা দেখে নেটিজেনদের প্রশ্ন, গম্ভীর কি মনে করিয়ে চাইলেন যে বিশ্বকাপ ফাইনাল জয়ে তাঁর অবদান কতটা?
আজ (বুধবার) ধোনির ৪০ তম জন্মদিন। সেজন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভেসে এসেছে। শুভেচ্ছা জানিয়েছেন ধোনির প্রাক্তন সতীর্থ, চেন্নাই সুপার কিংসের সদস্য, প্রাক্তন ক্রিকেটার এবং অসংখ্য ভক্ত। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় গম্ভীর নিজের প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানাননি। অথচ দিনকয়েক আগেই হরভজন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। বরং ফেসবুকে নিজের কভার পিকচার পালটে ফেলেন গম্ভীর। তাতে কোনও বার্তা দেওয়া না থাকলেও ২০১১ সালের বিশ্বকাপে নিজের ব্যাটিংয়ের একটি ছবি পোস্ট করেছেন গম্ভীর।
সেই ছবি দেখেই জল্পনা শুরু হয়েছে, ধোনির জন্মদিনে সেই ছবি পোস্ট করে কি বিশেষ কোনও বার্তা দিতে চাইলেন? একাংশের প্রশ্ন, ধোনির জন্মদিন উপলক্ষ্যে যেভাবে ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালের ছক্কার প্রসঙ্গ টেনে আনা হচ্ছে, তা নিয়ে বার্তা দিতেই কি গম্ভীর কভার পিকচার পালটে ফেললেন? যদিও সেই প্রশ্নের উত্তর গম্ভীর ছাড়া সম্ভবত কেউ দিতেও পারবেন।
এমনিতে একাংশের মতে, ২০১১ সালে ওয়াংখেড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৭ রানের ইনিংস খেললেও কোথাও যেন চাপা পড়ে গিয়েছেন গম্ভীর। একেবারে ফিল্মি স্টাইলে ধোনির ছক্কা যেন শুয়ে নিয়েছে গম্ভীরের কৃতিত্ব। সেজন্য ধোনি ও গম্ভীরের সম্পর্কে শীতলতাও আছে বলে দাবি একাংশের। যদিও সেই বিষয়ে দু'জনই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।