বাংলা নিউজ > ময়দান > যুবি সাদা বলের সেরা ক্রিকেটার- গম্ভীরের বার্থ ডে উইশ ঘিরে বিতর্ক

যুবি সাদা বলের সেরা ক্রিকেটার- গম্ভীরের বার্থ ডে উইশ ঘিরে বিতর্ক

গৌতম গম্ভীর (PTI)

১২ ডিসেম্বর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়ে গম্ভীর পোস্ট করেন, ভারতীয় ক্রিকেটের সেরা সাদা বলের খেলোয়াড় যুবরাজ সিং। আর তাতেই নেটিজেনদের কাছে ট্রোল্ডের শিকার হন তিনি।

ফের গণমাধ্যমে ট্রোলের শিকার গৌতম গম্ভীর। ১২ ডিসেম্বর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়ে গম্ভীর পোস্ট করেন, ভারতীয় ক্রিকেটের সেরা সাদা বলের খেলোয়াড় যুবরাজ সিং। আর তাতেই নেটিজেনদের কাছে ট্রোলের শিকার হন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্রিকেটার। তবে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ এর বিশ্বকাপের এই ২ বাঁহাতি ব্যাটারকে কেউ ভুলতে পারবেনা।

আরও পড়ুন: সব ম্যাচ জিতলেই WTC ফাইনাল নিশ্চিত ভারতের, ২ টেস্ট হারলেও কি উঠতে পারবে?

২০০০ সালে মাত্র ১৯ বছর বয়সে কেনিয়ায় অভিষেক হয় যুবরাজ সিংয়ের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করেন। অভিষেক ম্যাচে সেঞ্চুরি না হলেও যুবরাজের সেই ইনিংসকে ঠিক ততটাই সমতুল্য হিসাবে দেখে ক্রিকেট মহল। ২০০৭ বিশ্বকাপে ব্রডকে এক ওভারে ছয়টি ওভার বাউন্ডারি মেরেছিলেন যুবি। ২০১১ বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স এনে দিয়েছিল টুর্নামেন্টের সেরার পুরস্কার।

আরও পড়ুন: রোহিতের ব্যাটিং ও ক্যাপ্টেন্সি মিস করব- স্পষ্টবাক রাহুলের

এর পরেই আসে সেই সময়। ক্যান্সার ধরা পড়ে তাঁর। ক্যান্সারকে হারিয়ে ২২ গজে ফেরেন যুবি। জাতীয় দলে ফিরলেও আগের ফর্মে ফিরতে পারেনি তিনি। ২০১১ সালের পর ২০১৭ সালের তিনি সেঞ্চুরি পান ইংল্যান্ডের বিরুদ্ধে। রানের খরার জন্যই তাঁর ২০১৫ বিশ্বকাপে জায়গা হয়নি। এরপর ২০১৯ সালে অবসর ঘোষণা করেন তিনি। ভারতের হয়ে খেলেছেন ৩০৪ টি একদিনের ম্যাচ। ১৪ টি সেঞ্চুরি সহ করেন ৮ হাজার ৭০১ রান রয়েছে তাঁর ঝুলিতে। ১১১ টি উইকেটও আছে এই অলরাউন্ডারের সংগ্রহে। এছাড়াও তিনি ৫৮ টি-টোয়েন্টি খেলে ১১৭৭ রান এবং ৮ টি হাফ সেঞ্চুরি করেছেন।

এর আগে গৌতম গম্ভীর রোহিত শর্মার ক্ষেত্রেও একই কথা বলেছিলেন। তা নিয়েই ট্রোলের শিকার হন তিনি। আবার অনেক মতামত প্রকাশ করে বলেছেন, যুবরাজ সিং অন্যতম সেরা প্লেয়ার কিন্তু তাঁকে সাদা বলের সেরা প্লেয়ার বলা চলে না। আবার কেউ কেউ বিরাট কোহলি ছবি দিয়ে মন্তব্য করেছেন, গৌতম গম্ভীর বিরাট কোহলি কে দেখে ঈর্ষায় ভুগছেন।

বন্ধ করুন