এশিয়া কাপের ফাইনালের পরে শ্রীলঙ্কার পতাকা ওড়ালেন গৌতম গম্ভীর। যিনি ধারাভাষ্যের সময় কয়েকটি মন্তব্যের জেরে শ্রীলঙ্কার সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
রবিবার এশিয়া কাপের ফাইনালের পর একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। শ্রীলঙ্কার এক সাংবাদিকের পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা যায়, মাঠের একদিকে শ্রীলঙ্কার পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গম্ভীর। তাঁর সামনে গ্যালারিতে আছেন শ্রীলঙ্কার সমর্থকরা। গম্ভীর নিজেও সেই ভিডিয়ো শেয়ার করেন। লেখেন, ‘সুপারস্টার দল। এই জয়টা সত্যিকারের প্রাপ্য। অভিনন্দন শ্রীলঙ্কা।’
গম্ভীরের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শ্রীলঙ্কার ওই সাংবাদিক বলেন, ‘ধারাভাষ্যের সময় একাধিক মন্তব্যের জন্য সমর্থকদের সমালোচনার মুখে পড়ার পর শ্রীলঙ্কার জয় উদযাপন করতে পতাকা ওড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর।’ তবে গম্ভীরের ঠিক কোন মন্তব্যে শ্রীলঙ্কার সমর্থকরা অসন্তুষ্ট হয়েছেন, তা স্পষ্টভাবে জানাননি ওই সাংবাদিক।
কয়েকজন নেটিজেনের দাবি, গম্ভীর ধারাভাষ্যের সময় বলেছিলেন যে এই শ্রীলঙ্কা পাঁচটি এশিয়া কাপ (রবিবারের জয়ের পর সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ছয়) জিতেছে, বিশ্বাসই হচ্ছে না। সেজন্যই দ্বীপরাষ্ট্রের সমর্থকদের সমালোচনার মুখে পড়েছেন গম্ভীর। ভাইরাল ভিডিয়োর রিপ্লাইয়ে এক শ্রীলঙ্কান বলেন, ‘মাননীয় গৌতম গম্ভীর, মুখ খোলার আগে দু'বার ভাববেন।’ ওই ব্যক্তি দাবি করেন, ভারতীয়দের প্রতি কোনও বিরূপ মনোভাব নেই। তবে গম্ভীরের মন্তব্য ভালোভাবে নিচ্ছেন না।