বাংলা নিউজ > ময়দান > অজিদের তীব্র ভাষায় আক্রমণ করে, ভারতেই বিশ্বকাপ করার পক্ষে জোর সওয়াল গাভাস্করের

অজিদের তীব্র ভাষায় আক্রমণ করে, ভারতেই বিশ্বকাপ করার পক্ষে জোর সওয়াল গাভাস্করের

সুনীল গাভাস্কর।

করোনার জন্য আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। সেই আইপিএলের বাকি ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। তবে ভারতেই অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার বিষয়ে আশাবাদী সুনীল গাভাস্কর।

আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে, আদৌ কি ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ করা সম্ভব হবে? এমনকী স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। স্বভাবতই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে।

এই পরিস্থিতি অক্টোবর-নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ করার বিষয়েই জোর সওয়াল করলেন সুনীল গাভাস্কর। করোনা মুক্ত হয়ে মাইকেল হাসি দেশে ফিরে যাওয়ার পর পরিষ্কার বলেছিলেন, ভারতে বিশ্বকাপ করা সঠিক হবে না। কারণ করোনার জন্য ভারতের খুব খারাপ পরিস্থিতি। এই প্রসঙ্গে টেনেই অজি ক্রিকেটারদের এক হাত নিলেন সুনীল গাভাস্কর। তিনি তাঁর কলামে চাঁচাছোলা ভাষায় লিখেছেন, ‘ভারতে এসে রোজগার করা ছাড়া কয়েক জন অজি ক্রিকেটারের আর কোনও কাজ নেই। আমাদের দেশে যে করোনার হার ক্রমশ কমছে, সেই খবরও রাখে না। ওরা শুধু চায়, ভারত থেকে যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যায়।’ 

এর সঙ্গেই তিনি লিখেছেন, ‘প্রত্যেকেরই জানা রয়েছে, এই টুর্নামেন্টের জন্য বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে তৈরি রাখা হয়েছে। ভারতের করোনা পরিস্থিতি অগস্টের মধ্যে ঠিক না হল এমনিতেই, বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু এর জন্য আগে থেকে ভবিষ্যদ্বাণীর কি খুব প্রয়োজন রয়েছে! গত বার তো অস্ট্রেলিয়াও করোনার মধ্যেও নিজেদের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল। ভারতকে যদি আরও একটু সময় দেওয়া হয়, তাতে ক্ষতি কী।’

তিনি আরও বলেছেন, ‘নিঃসন্দেহে ভারতের খুব খারাপ সময় গিয়েছে। যে ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল, তাতে খুবই অসহায় অবস্থা তৈরি হয়েছিল। তবে বিশ্বকাপের জন্য এখনও চার মাসের বেশি সময় রয়েছে। এই চার মাসে আরও বেশি মানুষ ভ্যাকসিন পাবে। এবং আরও বেশি করে শহর এবং রাজ্যগুলি চেষ্টা করবে, যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন